সমগ্র বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করলো ‘নাটু নাটু’, প্রথমবার ‘RRR’-এর হাত ধরে দেশে এলো আন্তর্জাতিক পুরস্কার

গত বছর ২৪ সে মার্চ বড়ো পর্দায় মুক্তি পেয়েছিলো ‘RRR’। ৫৫০ কোটি টাকা বাজেটে তৈরী প্রাক স্বাধীনতা সময়ের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে এই সিনেমা। সারা বিশ্ব জুড়ে ছবিটি দর্শকদের মধ্যে দারুন সাড়া ফেলেছিলো। গত বছর ‘New York Film Critics Circle Award for Best Director’ হিসাবে ছবির পরিচালক এস. এস রাজমৌলি এই পুরস্কার পেয়েছিলেন। তবে সিনেমার সাথে এবার আরও একটি দুর্দান্ত পালক যুক্ত হলো।
‘Golden Globe Award’ -এ এই ছবির ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের অ্যাওয়ার্ড পেয়েছে। গানটির মিউজিক ডিরেক্টর ও কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়ক কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। অ্যাওয়ার্ড শোতে জুনিয়র এনটিআর, রাম চরণ, রাজমৌলি সবার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। পুরস্কার ঘোষণা হতেই চেয়ার ছেড়ে সকলে দাঁড়িয়ে সেলিব্রেট করতে থাকে।
দেশে তিন নম্বর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসলো যা ভারতবর্ষের গর্বের দিন। প্রথমবার ১৯৫৭ সালে ভি শান্তারামের ‘দো আঁখে বার হাত’ ছবি এই পুরস্কার পেয়েছিল। তারপরে ২০০৯ সালে ‘Slumdog Millionaire’ বেস্ট অরিজিনাল স্কোর এ. আর. রহমান, বেস্ট মোশন পিকচার্স, বেস্ট স্ক্রিন প্লে ও বেস্ট ডিরেক্টর এই চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছিলো।
তৃতীয় বার আবার ‘আরআরআর’ কার্যত ভারতীয় সিনেমা সকলের সামনে তুলে ধরলো। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে মনোনীত হয়েছিল এই সিনেমাটি। ইতিমধ্যেই অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। সব মিলিয়ে ট্রিপল আর সিনেমার বিজয়রথ অব্যাহত তা আলাদা করে বলার দরকার হবে না।