×
EntertainmentTrending

সিঁদুর পরা একদম পছন্দ নয়, সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে একহাত নিলেন রোশন সিং

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখনও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন নাকি দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

তবে,ইতিমধ্যেই রোশন তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একের পর এক ছবি অথবা যে মন্তব্য করছেন তাতে এটুকু বুঝতে বাকি নেই যে, তাদের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছে। আর এই লড়াই যে কবে শেষ হবে তা কারোরই জানা নেই। আমরা সকলেই জানি অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী এখন তার দ্বিতীয় সন্তান নিয়ে খুবই ব্যাস্ত থাকেন। আর সেটি হল শ্রাবন্তীর নতুন জিম ‘এম্পায়ার ফিটনেস’।

কিন্তু, শ্রাবন্তীর এই জিম খোলার একসপ্তাহ পরই ধনতেরাসের দিন রোশনও খুলে ফেললেন জিম ফ্র্যাঞ্চাইজি ‘কিক ২’। তবে, রোশন কিন্তু শুধুমাত্র এখানেই থেমে নেই। সে কিন্তু সঙ্গে কলকাতায় আনেন গ্র্যাভিটি ‘গিয়ার’-এর মতো ব্র্যান্ডেড স্পোর্টস শ্যুয়ের ব্যবসাও শুরু করে দিয়েছেন। আবার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘ফিট থাকতে ‘এম্পায়ার’ বা সাম্রাজ্যের দরকার পড়ে না। তার জন্য ‘কিক’-ই যথেষ্ট।’’

তবে, এখানেই কিন্তু থেমে নেই রোশন। শ্রাবন্তীর মাথায় সিঁদুর ও মুখে হাসি এমন একটি ছবি দেখে রীতিমতো রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন সেই রাগ। আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উদ্ধৃতি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, ‘বিয়ের গুরুত্ব টিকে থাকে বিশ্বাসের উপর, সেই সম্পর্কের মধ্যে সিঁদুর একটা দুর্বল চিহ্নমাত্র।’ শ্রাবন্তীর নাম না নিয়েই রোশন এক হাত সমর্থন দিলেন অভিনেত্রীকে’ আমি এই বক্তব্যের সঙ্গে একমত। সম্প্রতি রোশনের এই পোস্টটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।