×
EntertainmentTrending

শ্রাবন্তীকে ছেড়ে নতুন সঙ্গীকে নিয়ে ব্যস্ত রোশন, মুহূর্তে ভাইরাল ছবি

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। তার মিষ্টি হাসিতে ঝড় ওঠে পুরুষদের মনে। তাঁকে একটিবার দেখার জন্য পাগল সবাই। তবে, হাসিখুশি, মিষ্টি এই অভিনেত্রীর মুখের হাসি যে বিধাতা কতবার কেড়ে নিচ্ছেন তা বোঝা দায়। কেননা, এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। টলিপাড়ায় কান পাতলে সেরকমই গুঞ্জন শোনা যায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখানও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন নাকি দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

ADVERTISEMENT

সম্প্রতি রোশন তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতেই সে কাকে বেশি বিশ্বাস করেন তার ইঙ্গিত ও মিলেছে। তবে, এবার আসা যাক আসল ঘটনায়। তার ওই ছবিতে দেখা যাচ্ছে যে, রোশন একটি কুকুর ছানাকে হাতের মুঠোয় নিয়ে হা করে দাঁড়ানোর ভঙ্গিমায় ছবি তুলেছেন। আর সেই ছবিটি পোস্ট করেই তিনি ক্যাপশনে লিখেছেন ‘Faithfuk’ যার আক্ষরিক অর্থ বিশ্বস্ত

তবে, কেন একথা লিখেছেন রোশন সে প্রশ্নই ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে। সব সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই আসল। আর স্বামী- স্ত্রী র সম্পর্কে সেটা যে আরও বেশি করে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। তবে, এই বিয়ে ভাঙার জল্পনার মধ্যেই রোশনের কাকে বেশি বিশ্বাস করেন সে কথাই কি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন? এখন সেই প্রশ্নই ঘুরছে চতুর্দিকে।

ADVERTISEMENT

Related Articles