‘শীঘ্রই আমি ছোটপর্দায় ফিরছি’, মুখ খুললেন ‘দেশের মাটি’র মাম্পি ওরফে রুকমা রায়, ব্যাপক খুশি ভক্তরা

‛ফিরছি খুব শীঘ্রই’! ছোটপর্দায় ফেরা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। বাংলা টেলিভিশন (Television) জগতের একজন সুপরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা। স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‛কিরণমালা’তে কিরণমালার চরিত্রে অভিনয় করে মনজয় করে নিয়েছিলেন সকলের। এমনকি তারপর আবারও স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛দেশের মাটি’ সিরিয়ালে ‛মাম্পি’ (Mampi) নামের চরিত্রে তুমুল সাড়া ফেলেছিলেন দর্শকমহলে।
পর্দায় রাহুল-রুকমার (Rahul-Rooqma) জুটি ছিল সকলের পছন্দের। আর সেই জুটিকেই হাতিয়ার করে জি বাংলার (Zee Bangla) পর্দায় এসেছিল ‛লালকুঠি’ ধারাবাহিক। চিরাচরিত ছকের বাইরে গিয়ে বেশ একটা টানটান রহস্য নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল। কিন্তু অনুমান অনুযায়ী এই ধারাবাহিক দাগ কাটতে পারেনি ভক্তদের মনে। যারফলে মাত্র ছ-মাসের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল এই সিরিয়াল। আর তারপর থেকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি।
বর্তমানে রাহুলকে (Rahul Banerjee) স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে শংকরের দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। কিন্তু রুকমাকে কোথাও দেখতে না পাওয়ায় তার অনুরাগীদের মনে প্রশ্ন ছিল তিনি কবে আবার পর্দায় দেখা দেবেন। অবশেষে এসেছে সেই সুখবর। আপাতত টেলিপাড়ায় সেই নিয়েই চলছে জোর গুঞ্জন। আশেপাশের ফিসফিসানি বলছে সান বাংলার পর্দায় ‛রূপসাগরে মনের মানুষ’ নামের একটি ধারাবাহিকে তাকে দেখা যাবে।
এই নিয়ে রুকমা (Rooqma Ray) নিজে জানিয়েছেন যে, ‛ফিরছি খুব শীঘ্রই’। যেহেতু প্রমোটা অন এয়ার হয়নি তাই এই নিয়ে বেশি কথা বলতে পারবো না। তবে আমি আবারও ফিরছি ছোটপর্দায়। সঙ্গে অভিনেত্রী আর জানান যে, তিনি তার অনুরাগীদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন তারজন্য তিনি আপ্লুত। মেগা শেষ হয়ে যাওয়ার পরেও যে মানুষজন তার খোঁজ রাখে, তাকে মিস করে, তিনি কবে আবার কাজে ফিরবেন সেকথা জানতে চায় তাতে তিনি নিজেকে একপ্রকার ভাগ্যবান বলেই মনে করেন।
তবে, এবার আবারও পালা পর্দায় ফেরার। মাঝে কিছুটা সময় নিজেকে সময় দিয়েছিলেন। আর সেই ফাঁকে চুটিয়ে মজা করেছেন। আর তার জীবনে কি চলছে, তিনি কোথায় ঘুরতে যাচ্ছেন সব কিছুই তার সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে চোখ রাখলে বোঝা যায়। আপাতত অনুরাগীরা সকলেই অপেক্ষা করে আছে তার পর্দায় ফেরার।