Icche Putul: গিনিকে সিঁদুর না পরিয়ে মিনিকে সিঁদুর পরালো রূপ, পুরো অবাক গাঙ্গুলী পরিবার! জানুন আসল ব্যাপারটা
মদ্যপ অবস্থায় গিনির বদলে মিনিকে সিঁদুর পরালো রূপ! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul: প্রথম থেকেই প্রথমে জি বাংলার জনপ্রিয় মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। সম্প্রচারের আগে বহু সমালোচনা থাকলেও বর্তমানে সেসব অতীত। এখন যেভাবে ধারাবাহিকের গল্প এগোচ্ছে তাতে একটা দিনের পর্বও মিস করতে চাইছেন না সিরিয়াল প্রেমিরা। ধারাবাহিকের প্রত্যেকটি পর্বেই থাকছে একের পর এক টুইস্ট। নিত্য দর্শকরা জানেন যে, একটা সময় রূপকে ব্যবহার করে নিজের বোনকে বদনাম করেছিলেন ময়ূরী। বর্তমানে অবশ্য সেই রূপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গাঙ্গুলী পরিবারের কন্যা।
Icche Putul
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, ইতিমধ্যেই বর বেশে গাঙ্গুলী পরিবারে এসে হাজির হয়েছেন রূপ। যদিও গাড়ি থেকে নামার আগেই মদ্য পান করে নেন তিনি। এরপর একপ্রকার টলতে টলতে গাড়ি থেকে নেমে আসেন। প্রথমেই তার চোখ যায় মিনির দিকে। কাছে আসতেই কানে কানে সে মিনিকে বলে, ‘তোমায় কিন্তু বেশ হট লাগছে’। হবু জামাইবাবুর এমন কথাবার্তা মোটেই ভালো লাগলো না মিনির।
তবে এখানেই শেষ নয়। এরপর রূপ যে কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তা দেখে ছি ছি করছে দর্শকমহল। জোর করেই মিনির হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে তার কোমরে হাত রেখেছেন রূপ। তাঁর এত বড় স্পর্ধা মেনে নিতে পারলেন না মিনি। সে সরাসরি রূপকে বলে ‘আগামীতে এমন কিছু আমার সঙ্গে করার চেষ্টা করলে আমি কিন্তু গিনিকে বলে দেব’। এরপরেই সে মনে মনে ভাবতে থাকে হয়তো মেঘের কথাগুলোই সত্যি ছিল।
আর এইসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের আগামী পর্ব। সেখানেই দেখা গেল, বিয়ে শুরু হয়ে গেছে। তবে সিঁদুর দানের সময় আসতেই সকলেই চমকে উঠলেন। আসলে গিনিকে নয় বরং মিনিকে সিঁদুর পরিয়ে দিয়েছেন রূপ! যা দেখে অবাক হয়ে গিয়েছেন উপস্থিত সকলেই। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে নয় বরং এই ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে। তাই ভিডিও কতটা সত্য সেই বিষয়ে সন্দেহ আছে। আদৌ কি এমন ভাবনা সিরিয়ালের গল্পে ফুটিয়ে তুলবেন নির্মাতারা? এই প্রশ্নের উত্তর পেতে গেলে করতে হবে অপেক্ষা।