Advertisement
EntertainmentVideoViral Video

সুইমিংপুলে স্নানপোশাকে দেদার ফটোশুট, এই বয়সেও সুপার হট লুকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন সকলের প্রিয় ঋতুপর্ণা

Advertisement
Advertisements

রূপেও লক্ষ্মী তিনি আবার গুনেও সরস্বতী। টলিউডে এহেন বৈশিষ্ট্যসম্পন্না অভিনেত্রীদের উদাহরন প্রচুর। যদি নব্বইয়ের দশক থেকে ধরা যায়, তাহলে দেবশ্রী রায়, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) নিয়েই! বাংলা ইন্ডাস্ট্রিতে একসময়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি ছিল ভীষণ জনপ্রিয়। তাঁদের অভিনীত যে কোনও ছবি আসা মানেই তা বক্স অফিসে দারুণ আয় করবেই। এখন ঋতুপর্ণার বয়স ৫০। কিন্তু তার টানটান ফিগার যেন কুড়ি বছরের যুবতীকেও হার মানাবে।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

Advertisements

মাঝে মাঝেই নায়িকা ইনস্টাগ্রামে(Instagram) নিজের ছবি, ভিডিও পোস্ট করেন! যা দেখে ভিরমি খাওয়ার জো হয়ে পড়ে সবার। তবে হ্যাঁ, তাঁর ফিগার একদমই ছিপছিপে বলা চলে না। একটু চাব্বি ফিগার হলেও তাঁর ফিগার একদম চাবুক। তিনি এতটাই হট যে, তাঁর বোল্ড পোজ, পোশাক-আশাক সবকিছু দিয়েই তিনি এক্কেবারে ঘায়েল করে দেন তাঁর অনুরাগীদের!

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করলেন। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একেবারে কুল এন্ড সেক্সি লুকে। সুইমিং পুলে আকাশি রঙের শর্ট ও স্লিভলেস নীল-সাদা ক্রপ টপে নিজেকে মুড়িয়ে যৌন আবেদনময়ী হয়ে উঠলেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে জলের মধ্যে দাঁড়িয়েই শুটিং চলছে তাঁর। আর এই ফটোশ্যুটের কয়েকটি ছবি একত্র করেই একটি ভিডিও পোস্ট করলেন নায়িকা। সঙ্গে লিখলেন, “Some moments in the swimming pool”! পুজোর সময়ে গীতিকার বাপি লাহিড়ীর সুরে ঋতুপর্ণার কন্ঠে ‘ফুলমতি’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এছাড়া অভিনেত্রীর হাতে এখন অনেক প্রজেক্টের কাজ রয়েছে।