Advertisement
Entertainment

Rituparna: দুধ সাদা শাড়িতে লাস্যময়ী ঋতুপর্ণা, পুরুষদের বুকের ধুকপুকানি বাড়াল নায়িকার এই ছবি

Advertisement
Advertisements

ট্রাডিশনাল পোশাকে ‛বঙ্গ ললনা’ সেজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নব্বইয়ের দশক থেকে তিনি রাজ করে চলেছেন সকলের মনে। একটা সময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। এরপর বহুদিনের বিরতি শেষে আবারও ফিরে এসেছেন ‛প্রাক্তন’ সিনেমা দিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

Advertisements

এছাড়া ‛দৃষ্টিকোণ’, ‛বেলাশেষে’, ‛বেলাশুরু’ র মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বদলেছে ছবির ভাবধারা তেমনই বেড়েছে ঋতুপর্ণার বয়স। কিন্তু তাতে কি? তিনি এখনও নতুন প্রজন্মের কাছে হট এন্ড সেক্সী। তার ছবির সংখ্যা কমলেও অনুরাগীদের সংখ্যা কিন্তু একেবারেই কমেনি। বরং সোশ্যাল মিডিয়ায় হাত ধরে তিনি নিজেকে এক্টিভ রেখেছেন আরও বেশি করে।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

টলিউডের (Tollywood) অন্যতম সফল জনপ্রিয় এভারগ্রীন এই নায়িকা এখনও পর্যন্ত ১৫০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই রিল ভিডিও ও ফটোশ্যুটে ঝড় তোলেন অভিনেত্রী। কখনও ওয়েস্টার্ন লুকে আবার কখনও ট্রাডিশনাল লুকে ঝড় তোলেন নেটমাধ্যমে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তাকে শাড়ি লুকে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

তার পরণে রয়েছে সাদা রঙের তাঁতের শাড়ি। সঙ্গে ডিজাইনার গোল্ডেন রঙের স্লিভলেস ব্লাউজ। কানে সোনালী লম্বা দুল ও হাতে ব্রেসলেট। টেনে উঁচু করে বাধা চুল। ন্যুড লিপস্টিকে গালের পাশে চকচক করছে হাইলাইট। সাদা দেওয়ালের সামনে দারিয়ে নিজের মতো করে পোজ দিয়েছেন অভিনেত্রী। যথারীতি ছবি প্রকাশ্যে আসতেই কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

কেউ লিখেছেন যে, ‛আপনি আমার স্বপ্নের পরী’। আবার কেউ লিখেছেন ‛অসম্ভব সুন্দর লাগছে’। কেউ আবার হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।