৫০ পেরিয়েও শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, সৌন্দর্যে ১৮-র যুবতীদের দশ গোল দেবেন ঋতুপর্ণা

এযেন অষ্টাদশীর যুবতী! ঋতুপর্ণার ছবি দেখলে এমনটাই মনে হবে। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা হলেন সেনগুপ্ত (Rituparna Sengupta)। কখনও ট্রাডিশনাল পোশাকে ‛বঙ্গ ললনা’ সেজে আবার কখনও ওয়েস্টার্ন পোশাকে হট লুকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা দেন। নব্বইয়ের দশক থেকে তিনি আজও রাজ করে চলেছেন সকলের মনে।
View this post on Instagram
একটা সময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। এরপর বহুদিনের বিরতি শেষে আবারও ফিরে এসেছিলেন ‛প্রাক্তন’ সিনেমা দিয়ে। এছাড়া ‛দৃষ্টিকোণ’, ‛বেলাশেষে’, ‛বেলাশুরু’-র মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বদলেছে ছবির ভাবধারা তেমনই বেড়েছে ঋতুপর্ণার বয়স। কিন্তু তাতে কি?
View this post on Instagram
তিনি এখনও নতুন প্রজন্মের কাছে হট এন্ড সেক্সী। তার ছবির সংখ্যা কমলেও অনুরাগীদের সংখ্যা কিন্তু একেবারেই কমেনি। বরং সোশ্যাল মিডিয়ায় হাত ধরে তিনি নিজেকে এক্টিভ রেখেছেন আরও বেশি করে। টলিউডের (Tollywood) অন্যতম সফল জনপ্রিয় এভারগ্রীন এই নায়িকা এখনও পর্যন্ত ১৫০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই রিল ভিডিও ও ফটোশ্যুটে ঝড় তোলেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি এবার তাকে দেখা গেল ‛মায়াকুমারী’-র লুকে। আবিরের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণার আসন্ন ছবি ‛মায়াকুমারী’ রিলিজ করবে ১৩ জানুয়ারি। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ঋতুপর্ণার পরণে রয়েছে ঘিয়ে রঙের লাল পাড় দেওয়া গরদের শাড়ি। ব্লাউজ ছাড়াই সুন্দরভাবে শাড়িটিকে পরেছেন ঋতুপর্ণা। দুহাতে মোটা কঙ্কন। বাঁহাতের উপর আবার আলতা দিয়ে গোল করা। টেনে বাঁধা চুলে খোঁপায় দেওয়া পদ্মফুল।
View this post on Instagram
দুচোখে টানা করে দেওয়া কাজল। ন্যুড মেকআপ ও হালকা লিপস্টিকে অভিনেত্রীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛চ্যানেলিং মাই ইনার’। ছবি শেয়ার করতেই একেরপর এক প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛হট’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ঋতুপর্ণার এই নতুন ছবি।