×
EntertainmentVideoViral Video

মহালয়ার ভোরে কালার্স বাংলায় দুর্গা রূপে ধরা দেবেন ঋতুপর্ণা, ‘ছি: এটা কোনো চয়েস হলো’, কটাক্ষ নেটিজেনদের

এবার দুর্গার বেশে ধরা দিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। বাঙালিদের বড় উৎসব এই দুর্গোৎসব। প্রতিটা মানুষ অপেক্ষা করে থাকে এই পাঁচটি দিনের জন্য। আর পুজোর আগেই প্রতিটি চ্যানেলে দশভুজার বিভিন্ন রূপ দেখানো হয়। কিভাবে মা দুর্গা মহিষাসুরের হাত থেকে জগৎবাসীকে উদ্ধার করেছিল। আর এবার মা দুর্গার রূপ নিয়ে কালারর্স বাংলার পর্দায় হাজির হবেন অভিনেত্রী ঋতুপর্ণা।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

টলিউডের (Tollywood) অন্যতম সফল জনপ্রিয় এভারগ্রীন নায়িকা হলেন ঋতুপর্ণা। নব্বইয়ের দশকে প্রথমে অভিনয় জগতে পা রাখেন। প্রথম দিকে গ্রাম্য মেয়ে অথবা বাড়ির ঘরোয়া বউ-র চরিত্রে অভিনয় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক ছবিতে অভিনয় করে মনজয় করেছেন দর্শকদের। প্রসেনজিৎ – ঋতুপর্ণা (Prosenjit- Rituparna) জুটি হোক বা চিরঞ্জিত – ঋতুপর্ণা জুটি সবই সুপার ডুপার হিট।

এখনও পর্যন্ত প্রায় ১৫০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। এমনকি এখনও যে ছবি করেন সেই ছবিই হিট হয়। এই মুহূর্তে একের পর এক ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। ‛অন্তদৃষ্টি’ নামের একটি ছবিতে কাজ করেছেন। তার পাশাপাশি তথাগত ভট্টাচার্য পরিচালিত ‛আকরিক’ ছবির শ্যুটিংও সেরেছেন। একজন সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী। এছাড়াও এই ছবিতে রয়েছেন ভিক্টর ব্যানার্জি।

এমনকি পাপিয়া অধিকারী পরিচালিত ‛মাদার ইন্ডিয়া’ ছবিতেও অভিনয় করছেন ঋতুপর্ণা। এছাড়া তার আরও একটি ছবি ‛সল্ট’ এখনও মুক্তির অপেক্ষায়। এসব ছাড়াও বলিউডের বেশ কয়েকটি ছবির কাজও রয়েছে ঋতুপর্ণার হাতে। সবমিলিয়ে এই বয়সেও ঋতুপর্ণার কেরিয়ার উর্ধমুখী। তার মাঝেই সেরেছেন মহালয়ার শ্যুটিং পর্ব। সম্প্রতি কালারর্স বাংলার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই প্রোমো।

মহালয়ার ভোরে কালার্স বাংলায় দুর্গা রূপে ধরা দেবেন ঋতুপর্ণা, ‘ছি: এটা কোনো চয়েস হলো', কটাক্ষ নেটিজেনদের -

তবে, ভিডিও ভাইরাল হওয়া মাত্রই একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে, ‛ছিঃ ছিঃ এটা কোন চয়েজ হলো?’। আবার কেউ লিখেছেন ‛বুড়ি দুর্গা’। কেউ আবার লিখেছেন ‛ছিঃ দেখার ইচ্ছেই চলে গেল’। সবমিলিয়ে দুর্গার রূপে সেজে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা।