Entertainment

প্রসেনজিতের সাথে জুটি ভাঙার পর ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা! যা জানালেন অভিনেত্রী

Advertisement
Advertisements

ভালো কাজ হচ্ছে। এমনকি রয়েছে সুযোগ সুবিধা। এমনকি অনেকেই জুটিতে কাজ পাচ্ছেন। কিন্তু তারপরেও কেন তৈরি হচ্ছে না আরেকটা প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna) জুটি? এক সাক্ষাৎকারে এই নিয়েই প্রশ্ন তুলেছিলেন নায়িকা ঋতুপর্ণা (Rituparna Sengupta)। সময়টা কিছু কম নয়। তিন দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব করে গিয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। পরপর শুধু তাদেরই ছবি। কিন্তু কখনও বোর হননি দর্শকেরা। একেরপর এক হিট ছবি তারা উপহার দিয়েছেন দর্শকদের।

প্রসেনজিতের সাথে জুটি ভাঙার পর ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা! যা জানালেন অভিনেত্রী

এমনকি অনেকের কথায় উত্তম-সুচিত্রার পর বাংলার জনপ্রিয় জুটি হলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা(Prosenjit-Rituparna)। কিন্তু বর্তমানে এই জুটির পর কাউকে আর এভাবে জনপ্রিয় হতে দেখা যায়নি। কিন্তু কেন দেখা যায়নি? সুযোগ সুবিধে তো সবই আছে। এমনকি ভালো কাজও হচ্ছে। এছাড়াও অনেকেই আছেন যারা জুটিতে কাজ পাচ্ছেন। তাহলে সমস্যাটা কোথায়? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নই তুলেছিলেন ঋতুপর্ণা।

প্রসেনজিতের সাথে জুটি ভাঙার পর ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা! যা জানালেন অভিনেত্রী

তবে, তিনি যেমন প্রশ্ন করেছেন তেমন উত্তর কিন্তু তিনি নিজেই দিয়েছিলেন। আর তাতে অভিনেত্রী সাফ জানিয়েছেন যে, কোথাও গিয়ে যেন আন্তরিকতার অভাব হচ্ছে। প্রচুর পরিশ্রমের ফল এই জুটি। প্রচুর মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমরা পেয়েছি। এই জুটি প্রচুর মানুষকে হলে নিয়ে গেছে। দর্শকেরা হাত দিয়ে ছোঁয়ার জন্য কেঁদেছেন। আর এসব কিছু একদিনে হয়নি। কাজের প্রতি ছিল ১০০% কমিটমেন্ট। আর যা আজও একই রকম আছে। ঋতুপর্ণার (Rituparna Sengupta) কথায় কাজের প্রতি ভালোবাসাটাই আসল।

প্রসেনজিতের সাথে জুটি ভাঙার পর ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা! যা জানালেন অভিনেত্রী

তবে, একটা সময় পর এই জুটি ভেঙে যাওয়ায় কি শূন্যতা নেমে এসেছিল ঋতুপর্ণার জীবনে? সেই নিয়ে অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি কখনই শূন্যতায় ভোগেননি। বরং সেই সময় তিনি অন্য ধারার ছবি করেছেন। আর তারমধ্যে ‛আলো’, ‛তৃষ্ণা’ এসব ছবি রয়েছে। তবে, আগামী দিনেও প্রসেনজিৎ-ঋতুপর্ণার (Prosenjit-Rituparna) শুন্যস্থান ভরাট হবে কিনা সেই নিয়ে সন্দেহ থেকেই যায়।

প্রসেনজিতের সাথে জুটি ভাঙার পর ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা! যা জানালেন অভিনেত্রী