Advertisement
Entertainment

Rituparna Sengupta: বাথটবে বসে ‘সুপার হট’ ঋতুপর্ণা, অভিনেত্রীর সেক্সি লুক দেখে ক্লিন বোল্ড যুবক ভক্তরা

Advertisement
Advertisements

টলিউডের (Tollywood) অন্যতম সফল জনপ্রিয় এভারগ্রীন নায়িকা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নব্বইয়ের দশকে প্রথমে অভিনয় জগতে পা রাখেন। প্রথম দিকে গ্রাম্য মেয়ে অথবা বাড়ির ঘরোয়া বউ-র চরিত্রে অভিনয় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক ছবিতে অভিনয় করে মনজয় করেছেন দর্শকদের। প্রসেনজিৎ – ঋতুপর্ণা জুটি হোক বা চিরঞ্জিত – ঋতুপর্ণা জুটি সবই সুপার ডুপার হিট।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

Advertisements

এখনও পর্যন্ত প্রায় ১৫০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। এখন তাঁকে খুব একটা বড়পর্দায় দেখা যায় না। তবে, যখন যে ছবি করেন সেই ছবিই হিট। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের হট লুকে ঘায়েল করেন ভক্তদের। সম্প্রতি ঋতুপর্ণা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ঋতুপর্ণার এই লুক দেখে ঘুম উড়েছে নেটিজেনদের।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

সাদা বাথটবে বসে নিজের ভঙ্গিমায় ছবি তুলেছেন অভিনেত্রী। পরনে রয়েছে সাদা রঙের কালো প্রিন্ট করা ওয়েস্টার্ন পোশাক। চোখে সানগ্লাস। শহরকে কাঁচঢাকা জানলার ওপারে ফেলে হট ফটোস্যুটে মেতেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করতেই একের পর এক প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে – ‘এলিগান্ট বিউটি’। কেউ লিখেছেন – ‘ঋতুপর্ণা আগুন’। আবার কেউ ভালোবাসার ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

প্রসঙ্গত, দিন দুয়েক আগে ফ্লাইট ধরতে না পারা নিয়ে বেশ নাজেহাল হয়েছিলেন অভিনেত্রী। আর সেই নিয়ে উঠে আসেন সংবাদের শিরোনামে। সম্প্রতি হট লুকে ফটোস্যুট করে ফের একবার নেট মাধ্যমে ঝড় তুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।