Entertainment

ট্রেন্ডে থাকা চাই! পিঙ্ক গ্রাউনে বার্বি সাজলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নায়িকার রূপ দেখে ঘুম উড়লো পুরুষ ভক্তদের

Rituparna Sengupta: বছরের পর বছর ধরে টলিউড দুনিয়ায় রাজত্ব চালাচ্ছেন তিনি। তাঁকে একবার দেখলে ঝড় ওঠে হাজার হাজার পুরুষের মনে। বয়স 51-র গণ্ডি পেরিয়ে গেলেও তিনি চির যৌবনা। তাঁর হাসিতে পাগল গোটা বিনোদন ইন্ডাস্ট্রি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রীদের তালিকায় আজও নিজের জায়গাটা ধরে রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনয় জগতে তিনি যেমন প্রশংসিত ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

শহর কলকাতায় এখন খুব কমই থাকেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বেশিরভাগ সময় সিঙ্গাপুরে কাটাতে ভালবাসেন তিনি। কেবলমাত্র টলিউড নয় বলিউডেও নিজের ম্যাজিক দেখিয়েছেন 51 বছর বয়সী এই নায়িকা। নতুনের আনাগোনায় এতো টুকুও কমেনি তাঁর জনপ্রিয়তা। বলা ভালো, সামাজিক মাধ্যমে তিনি হট সেন্সেশন। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানান ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

আর এবার গোলাপি পোশাক পরে বার্বি ডল হয়ে উঠলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। প্রিয় অভিনেত্রীকে দেখে চোখ জুড়িয়ে গেছে ভক্তদের। নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখা গেল বার্বি লুকে। গোলাপী ওয়ান পিসের সঙ্গে তিনি পরেছেন মানানসই জুয়েলারি। সঙ্গে নিউড মেকআপ। প্রিয় অভিনেত্রীর কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

উল্লেখ্য, চলতি বছরের একেবারে শুরুতেই বক্স অফিসে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘মায়া কুমারী’। ব্যবসার দিক থেকে ব্যাপক সফলতা পেয়েছে এই ছবি। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু বাংলা এবং হিন্দি ছবির কাজ। সবমিলিয়ে বলা চলে, অভিনয় জগতের পাশাপাশি ফটোশুটে মজেছেন জনপ্রিয় এই নায়িকা।