কালো অন্তর্বাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
এভারগ্রীন অভিনেত্রীদের কথা সামনে আসলেই মনে পড়ে একজনের ই নাম ঋতুপর্ণা চক্রবর্তী । 90 দশকের থেকে শুরু করেছিলেন তাঁর অভিনয় জীবন। তারপর থেকে সুপারহিট সিনেমা গুলো দিয়েই চলেছেন দর্শকদের উপহার। এখনো পর্যন্ত তিনি প্রায় দেড়শোর ও বেশি সিনেমা করে নিয়েছেন।
প্রথম প্রথম গ্রামের বউ বা বাড়ির ঘরের বধু বেশে সিনেমায় অভিনয় করতেন। তারপর যুগের সাথে নিজেকে তাল মিলিয়ে রাখতে যতদিন গেছে তিনি তত আধুনিক সিনেমায় অভিনয় করেছেন। এখন তাকে টেলিভিশনে সেভাবে দেখা না গেলেও তিনি যখন যে সিনেমায় করেন সেই সিনেমায় সুপার হিট হয়ে যায়।
সুন্দরী অভিনেত্রী সদ্যই 49 বছরে পা রাখলেন কিন্তু তাকে দেখে কে বলবে ?অভিনেত্রীর মন চিরসবুজ। দিন দিন তার রূপ এবং যৌবন এর ছটা ঠিকরে বেরিয়ে আসছে। করোনা পর্বের জন্য অভিনেত্রী এবং তার পরিবার লকডাউন পর্বের আগে থেকেই সিঙ্গাপুরের মাটিতে আটকে রয়েছেন। বাঙ্গালীর ইমোশন দুর্গাপূজাতে অভিনেত্রী কলকাতায় থাকতে না পারলেও বিদেশের মাটিতে তার বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ হুল্লোড় করতে দেখা গিয়েছে তাকে। সেই সব ছবি পোস্ট করেছেন তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ আ্যক্টিভ থাকেন। তাস এই সমস্ত ছবি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।
অভিনেত্রী ফটোশুট করতে ভীষণ ভালোবাসেন তাকে প্রায়ই দেখা যায় ফটোশুট করে সেই সমস্ত ছবি ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করতে। অভিনেত্রী মাঝেমাঝে বোল্ড ফটোশুট করেন এবং সেই সমস্ত ছবি সেনসেশন তৈরি করে। সম্প্রতি অভিনেত্রীকে খোলা চুল এবং বিকিনি পড়ে এক মোহময়ী রূপে দেখা যাচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটি আরো যেন চারিদিকে উষ্ণতা ছড়িয়েছে। সবার মনে একটাই প্রশ্ন একই ঋতুপর্ণা নাকি অন্য কেউ? এই শোরগোল থামতে না থামতে অভিনেত্রী আরো একটি রিল ভিডিও পোস্ট করেন ইনস্টাতে।
View this post on Instagram
করোনা পর্বের জন্য বাইরে তিনি ফটোশুট করতে না পারলেও বাড়ির মধ্যেই করছেন তিনি ফটোশুট। সাদা লাল শাড়ি লাল রঙের স্লিভলেস ব্লাউজ এবং সোনার গয়নায় একদম বাঙালি বাড়ির বধূবেশে বাড়ির মধ্যেই তিনি ফটোশুট করছেন তারই একটি ভিডিও পোস্ট করেছেন। তার এই ভিডিও ভাইরাল হতে ওবেশি সময় লাগেনি।