×
Entertainment

এই বয়সেও উপচে পড়ছে যৌবন, সুইমিং পুলে ‘Superhot’ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দারুন দারুন সিনেমা আমাদের উপহার দিয়েছেন। অভিনেত্রীর বয়স বাড়লেও গ্ল্যামার কোনো অংশে কমেনি।

ঋতু বদলানোর মতো সময়ও বদলেছে। তার সাথে বদলেছে মানুষের চাহিদা। আর সেইমতো নিজেকেও বদলে নিয়েছেন আমাদের ঋতু। বর্তমানে সপরিবারে সিঙ্গাপুরে থাকেন নব্বই দশকের টলিউডের হিট নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরে গিয়ে নিজেকে সম্পূর্নরূপে বদলে নিয়েছেন তিনি।

ADVERTISEMENT

তাঁর সময়ের বাকি নায়িকারা এখন কাজ ছাড়া হয়ে বাড়ি বসে থাকলেও তিনি কিন্তু নেই। তাঁর হাতে আছে অনেক প্রজেক্ট। পর পর তাঁর দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন সিনেমা। তাঁর কারণ সময়ের সাথে তিনি তাল মিলিয়ে চলতে পারেন। তাই সময় তাঁর সাথ দেয়।

বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব বড়ো একটা ওয়ে এই শিল্পীদের তাঁদের ভক্তদের সাথে কানেক্ট করার। তাই এই সুযোগও ছাড়েননি নায়িকা। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। কারণ নিয়মিতভাবেই যে তিনি আপডেট দিতে থাকেন তাঁর ভক্তদের। অভিনেত্রী একটি নিজের ছবি নিজেরই ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে বেগুনি রঙের বিকিনি তে। বোল্ড লুকে ক্রমাগত ছবি পোস্ট করে যাচ্ছেন তিনি। আর এইভাবেই সময়ের সাপেক্ষে সঠিক ছবি পোস্ট করে জিতে নিচ্ছেন ভক্তদের মন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে তাঁর এই ছবি। বিতর্কের মুখেও বেশ কয়েকবার পড়তে হয়েছে যদিও নায়িকাকে।

ADVERTISEMENT

Related Articles