×
EntertainmentViral Video

বিষ সালকে বিদায়, দুর্দান্ত নেচে নতুন বছরকে স্বাগত জানালেন ঋতাভরী, ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও তার যথেষ্ট নাম। তবে, শুরুটা করেছিল সিরিয়াল দিয়েই। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ তে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল তিনি। সেই সময়ের সেই দুষ্ট মিষ্টি ললিতা ছিল সকলের প্রিয়।

তবে, তখনকার মতো আজও সে সকলেরই প্রিয় হয়েই রয়েছে। সিরিয়াল করার কিছুদিনের মধ্যেই সাফল্যের দেখা পান তিনি। মা বিখ্যাত লেখিকা ও পরিচালক। এছাড়া দিদিও অভিনয়ের সঙ্গেই যুক্ত। যারফলে ঋতাভরীর কাছে এই জগতটা একেবারেই অচেনা নয়।

ADVERTISEMENT

বর্তমানে সিরিয়াল এমনকি টলিউডের গন্ডি পেরিয়ে ঋতাভরী পৌঁছে গিয়ে বলিউডে। সিনেমাজগত তো বটেই তার পাশাপাশি ইন্সট্রাগ্রামেও তিনি বেশ জনপ্রিয়। কখনও বিদেশ ট্যুর বা কখনও ছবির প্রমোশন সবকিছুরই লাইভ আপডেট থাকে তার প্রোফাইলে। তার একেকটি ছবি এবং ভিডিও ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। কখনও মায়ের সঙ্গে ছবি বা কখনও নিজের সঙ্গে কাটানো নিজের ছবি।

তবে, আজকে অভিনেত্রী মেতেছে বছর শেষের আনন্দে। আনন্দ বললাম এই কারণেই কেননা আপনার আমার সবার মতেই এই বছরটা বিষ একটি বছর। করোনা ভাইরাসের কারণে কত প্রিয়জনকে হারিয়ে তাঁর কাছের মানুষ। এমনকি কত গুণী মানুষ চলে গেছেন এই বছর। আর তাই এই সাল যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই যেন স্বস্তি পায় মানুষ।

আর তাই অভিনেত্রীও বেশ নেচে গেছে এই বিষ সালকে বিদায় জানাতে ব্যাস্ত। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেখানে তাকে শর্টস স্কাট, টপ ও হান্টার শু পরে নাচতে দেখা গেছে। করোনা আবহে অভিনেত্রী পাব, ডিস্কো বাদ দিয়ে ঘরের মধ্যেই নাচে মেতেছেন। তবে, অভিনয় ও মডেলিং এর পাশাপাশি তিনি নাচ টাও যে দারুন করেন তা এই ভিডিও দেখলেই বোঝা যাবে।

তবে, তিনি কিন্তু একা নন তার সঙ্গে ভিডিওতে আরেকজন কেউ দেখা যাচ্ছে যিনি সোফায় বসেই নাচে তাল মেলাচ্ছেন। অভিনেত্রী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন যে, “আমি এবং মধুজা ভৌমিক বলছি বিদায় ২০২০” । সঙ্গে হাসির ইমজিও দিয়েছেন অভিনেত্রী।

তবে, ঋতাভরীর এই হট নাচে ঘুম উড়েছে সকল পুরুষদের। সম্প্রতি ঋতাভরীর এই নাচের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles