‘ও স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে’, স্বস্তিকার বডি শেমিংয়ের মুখে ঋতাভরী!

স্বস্তিকা দত্তের (Swastika Dutta) বডি শেমিংয়ের মুখে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)! স্বস্তিকার কটাক্ষ ‛ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে’। কিন্তু হঠাৎ করে এমন কেন বলছেন স্বস্তিকা জানেন কি? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রঙের কাপড়। সামনে রাখা সেলাই মেশিন। নতুন একটি সকালে হাজার রকমের সুতো নিয়ে মেশিনে বসে পড়েছেন অভিনেত্রী ঋতাভরী। তাও আবার ফ্যাশানেবেল পোশাক বানাবেন বলে।
তার কথায় ফ্যাশান মানে রোগা কিংবা মোটা নয়। ফ্যাশান মানে নিজেকে সুন্দর করে সাজানো। আর এই ফ্যাশান ও প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে আসছে নতুন ছবি ‛ফাটাফাটি’ (Fatafati)। শুক্রবার পয়লা বৈশাখের দিন উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production) তরফে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে স্বস্তিকার (Swastika Dutta) কাছে বডি শেমিংয়ের শিকার হয় আবিরের স্ত্রী। এমনকি স্বামীর পাশে দাঁড়াতে গিয়েও অপমানের মুখোমুখি হয়।
এখানেই শেষ নয় গল্প। হিল পরে হাঁটতে গিয়ে পড়ে যায়। জিন্স পরতে গিয়ে কোমরে আটকে যায়। কিন্তু তাতেও সে হালছাড়ার পাত্রী নয়। তিনি দমে না গিয়ে প্লাস মডেল (Model) হয়ে এলেন সবার সামনে। যদিও তার মুখের কিছুটা অংশ মাস্কে ঢাকা। তিনি জিরো সাইজ মডেলদের সঙ্গে র্যাম্পে (Ramp) হাঁটতে একেবারে তৈরি। কিন্তু স্বস্তিকার কথা ‛ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে’। আর এসবের মাঝেই জানিয়ে দেওয়া হল তিনি র্যাম্পে হাঁটতে পারছেন না।
আর তাতে স্বস্তির নিঃশ্বাস ফেললো স্বস্তিকা। কিন্তু তারপর কি হল সেটা জানতে গেলে তো আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ছবির জন্য নিউট্রিসিয়ানের পরামর্শ মেনে ২৫ কেজি ওজন বাড়িয়েছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। একটা চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য যে একজন অভিনেত্রীকে কতটা কসরত করতে হয় তা শুধু তারাই জানে। এখন শুধু দেখার পালা আগামী দিনে এই ছবি কতটা সাফল্য পাবে।