×
EntertainmentViral Video

বোল্ড ফটোশুটে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও তার যথেষ্ট নাম। তবে, শুরুটা করেছিল সিরিয়াল দিয়েই। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ তে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল তিনি। সেই সময়ের সেই দুষ্ট মিষ্টি ললিতা ছিল সকলের প্রিয়।

তবে, তখনকার মতো আজও সে সকলেরই প্রিয় হয়েই রয়েছে। সিরিয়াল করার কিছুদিনের মধ্যেই সাফল্যের দেখা পান তিনি। মা বিখ্যাত লেখিকা ও পরিচালক। এছাড়া দিদিও অভিনয়ের সঙ্গেই যুক্ত। যারফলে ঋতাভরীর কাছে এই জগতটা একেবারেই অচেনা নয়।

বর্তমানে সিরিয়াল এমনকি টলিউডের গন্ডি পেরিয়ে ঋতাভরী পৌঁছে গিয়ে বলিউডে। সিনেমাজগত তো বটেই তার পাশাপাশি ইন্সট্রাগ্রামেও তিনি বেশ জনপ্রিয়।

কখনও বিদেশ ট্যুর বা কখনও ছবির প্রমোশন সবকিছুরই লাইভ আপডেট থাকে তার প্রোফাইলে। তার একেকটি ছবি এবং ভিডিও ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। কখনও মায়ের সঙ্গে ছবি বা কখনও নিজের সঙ্গে কাটানো নিজের ছবি।

তবে, আপাতত তাঁর ডান্স মুভমেন্টে রাতারাতি ঘুম উড়েছে ৮ থেকে ৮০এর সকল পুরুষদের। লাস্যময়ীকে এই হট অবতারে দেখলে নিজেকে ঠিক রাখা সত্যিই কঠিন, তা কমেন্টেই জানিয়েছেন ভক্তরা। এলোমেলো চুলে ঋতাভরী রীতিমতো হট। সম্প্রতি তার এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।