Ritabhari Chakraborty: বেডরুম থেকে নিজের চারটি ‘হট’ ছবি শেয়ার করলেন ঋতাভরী

উন্মুক্ত বক্ষযুগল! বিছানায় শুয়ে একেরপর এক পোজে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তাঁর বোল্ড লুক দেখে নিমেষেই ঘায়েল হয়েছেন তাঁর ভক্তরা। ঘুম উড়েছে বহু পুরুষের। টেলিভিশন (Television) দিয়েই অভিনয় জগতে হাতে খড়ি হয় তাঁর।
View this post on Instagram
স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে (Serial) ললিতা নামের একটি চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এখন সে টলিউডের (Tollywood) গন্ডি পেরিয়ে বলিউডে (Bollywood) পা রেখেছেন। সেখানেও তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সকলেই। তবে, যতটানা অভিনয়ের কারণে সংবাদের শিরোনামে থাকেন তারচেয়েও বেশি থাকেন তার হট লুকের কারণে।
অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন অভিনেত্রী। আর তাই কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঋতাভরী (Ritabhari Chakraborty)। তবে, সম্প্রতি আবারও একবার তার হট লুকে ঘুম উড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাকে বিছানায় শুয়ে একেরপর এক পোজে ধরা দিতে দেখা গিয়েছে। ঋতাভরীর পরণে রয়েছে কালো রঙের ডিপ নেকের পোশাক। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট সুডৌল স্তন। কখনও চাদরে মুড়িয়ে আবার কখনও বিছানায় শুয়ে একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে লাইনার সহ মানানসই মেকআপে ধরা দিয়েছেন নায়িকা। বাড়ির থেকেই যে এই ফটোশ্যুট সেরেছেন ঋতাভরী (Ritabhari Chakraborty) তা তার ক্যাপশনে স্পষ্ট। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সো সেক্সী এন্ড হট’। আবার কেউ লিখেছেন ‛বং ক্রাশ’। আবার কেউ আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স।
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতাভরী অভিনীত ছবি ‛ফাটাফাটি’। এক প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে তৈরি এই ছবি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমায় ঋতাভরীর (Ritabhari Chakraborty) চরিত্রের নাম ছিল ‛ফুল্লরা’।