×
Entertainment

কমলা বিকিনিতে স্পষ্ট বক্ষভাঁজ, ভেজা শরীরে সাহসী পোজে পুরুষদের হার্টবিট বাড়ালেন ঋতাভরী, ভাইরাল ছবি

বিকিনি লুকে জলকেলিতে মত্ত টলিপাড়ার হট গার্ল ঋতাভরী (Ritabhari Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় চড়ছে উষ্ণতার পারদ। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। তাঁর এই বোল্ড লুক দেখে নিমেষেই ঘায়েল হয়েছেন তাঁর ভক্তরা। ঘুম উড়েছে বহু পুরুষের। ঋতাভরীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে যে তাঁর পরণে রয়েছে কমলা রঙের বিকিনি। পোশাকের মধ্যে থেকে সুস্পষ্ট বক্ষ ভাঁজ।

হালকা মেকআপ ও লিপস্টিকে তাঁর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে সকলের। ছবি শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লিখেছেন যে ‛ইটস অলওয়েজ দা লিটিল থিংস ইন লাইফ দ্যাট গিভ মি সো মাচ জয়! পুল এন্ড দা সি আর ডেফিনেটলি ইট’। সঙ্গে আশীর্বাদ র ইমোজি দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে অভিনেত্রী ছবি শেয়ার করা মাত্রই নেটিজেনরা একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন।

কেউ লিখেছেন ‛বং ক্রাশ’। কেউ লিখেছেন ‛রানী’। আবার কেউ হার্ট ও ফায়ারের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। টেলিভিশন দিয়েই অভিনয় জগতে হাতে খড়ি হয় ঋতাভরীর। স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে ললিতা (Lalita) নামের একটি চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এখন সে টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন। সেখানেও তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সকলেই।

অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন অভিনেত্রী। আর তাই কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঋতাভরী। বেশ কয়েকমাস আগে অল্প সময়ের ব্যবধানে দু-দুবার অস্ত্রপচার হওয়ার কারণে অনেকটাই ওয়েট বেড়ে গিয়েছিল অভিনেত্রীর। এমনকি সেই সময় ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন ঋতাভরী। আর সেই মুহূর্তে ছায়ার মতো পাশে ছিলেন ঋতাভরীর প্রেমিক তথাগত (Tathagata)। তবে, আপাতত সেই সকল কঠিন মুহূর্ত পার করে ফের কাজের জগতে ফিরেছেন অভিনেত্রী।