Ritabhari: রেড হট পোশাকে উন্মুক্ত ক্লিভেজ, গাড়ির দরজা খুলে কিসের ইঙ্গিত দিলেন ঋতাভরী!

‛আমরা দুজনে যদি লং ড্রাইভে যেতে পারতাম তাহলে কত ভালো হতো’! ফটোশ্যুটের ছবি শেয়ার করতেই এক ভক্তের মন্তব্য অভিনেত্রীকে। একেতেই গরম আর তার উপর লাল রঙের নেটের পোশাকে হট অবতারে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
View this post on Instagram
যেখানে তাকে গাড়ির মধ্যে বসে বোল্ড অবতারে একেরপর এক পোজ দিতে দেখা যাচ্ছে। ঋতাভরীর পরণে রয়েছে লাল রঙের লং নেটের পোশাক। গলায় সাদা রঙের স্টোনের হার। ন্যুড মেকআপ, লাল লিপস্টিক সহ অফ সোল্ডার এই ড্রেসে অভিনেত্রীর লুক ছিল দেখার মতো। উন্মুক্ত বক্ষ বিভাজিকা। ফটোশ্যুটের জন্য একেরপর এক বডি ফ্ল্যান্ট করতে দেখা যাচ্ছে ঋতাভরীকে।
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛প্রবেশের জন্য তৈরি হচ্ছে। যদিও এটা সাধারণ এন্ট্রি আমার কাছে’। তাঁর এই বোল্ড লুক দেখে নিমেষেই ঘায়েল হয়েছেন তাঁর ভক্তরা। ঘুম উড়েছে বহু পুরুষের। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে অভিনেত্রীর এই ছবি শেয়ার করা মাত্রই নেটিজেনরা একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন যে, ‛বং কুইন’। আবার কেউ লিখেছেন ‛সেক্সী’। কেউ তো আবার লিখেছেন ‛আমরা দুজনে যদি লং ড্রাইভে যেতে পারতাম তাহলে কত ভালো হতো’।
View this post on Instagram
তবে, এরই মাঝে কেউ কেউ আবার নোংরা মন্তব্য করতেও ছাড়েননি। যদিও সেসবে একেবারেই পাত্তা দেননি অভিনেত্রী। টেলিভিশন দিয়েই অভিনয় জগতে হাতে খড়ি হয় ঋতাভরীর। স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে ললিতা নামের একটি চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।
View this post on Instagram
বর্তমানে সে টলিউডের (Tollywood) গন্ডি পেরিয়ে বলিউডে (Bollywood) পা রেখেছেন। সেখানেও তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সকলেই। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতাভরী অভিনীত ছবি ‛ফাটাফাটি’। এক প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে তৈরি এই ছবি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমায় ঋতাভরীর (Ritabhari Chakraborty) চরিত্রের নাম ছিল ‛ফুল্লরা’।