Entertainment

গাছের পাতা দিয়ে বুক ঢাকলেন ঋতাভরী, ‘সস্তার কিয়ারা আডবানি’ বলে কটাক্ষ নেটিজেনদের

Advertisement

গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)! ‛কিয়ারার (Kiara Advani) সস্তা কপি’! কটাক্ষ নেটিজেনদের। বর্তমানে টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী। যদিও টেলিভিশন (Television) দিয়েই তার অভিনয় জগতে হাতে খড়ি হয়। স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে (Serial) ললিতা নামের একটি চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

এখন সে টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন। সেখানেও তার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সকলেই। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই সোশ্যাল মাধ্যমে (Social Media) ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তাকে গাছের পাতায় শরীর ঢাকতে দেখা গিয়েছে। বেশ মোহময়ী লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

কখনও চোখ বন্ধ করে আবার কখনও চোখের চাউনিতে পুরুষদের রাতের ঘুম কেড়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এদিন ন্যুড মেকআপ ও ন্যুড লিপস্টিকে ধরা দিয়েছেন ‛ফাটাফাটি’র নায়িকা। এককথায় তার ছবি দেখে কুপোকাত সকলেই। একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বং কুইন’। আবার কেউ লিখেছেন ‛কি সুন্দর লাগছে’।

তবে, একদিকে যেমন অভিনেত্রীর ফ্যানেরা তার এই লুকে মুগ্ধ হয়েছেন তেমনই আবার কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। কেউ লিখেছেন ‛পাতা আবার ছাগল এসে না খায়’। আবার কেউ তো লিখেছেন ‛কিয়ারার সস্তা কপি’। সবমিলিয়ে ঋতাভরীর (Ritabhari Chakraborty) এই লুক ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ১২ মে মুক্তি পেতে চলেছে ঋতাভরী ও আবির অভিনীত সিনেমা ‛ফাটাফাটি’। এই সিনেমায় একজন প্লাস সাইজ মডেলের চরিত্রে দেখা মিলবে ঋতাভরীর (Ritabhari Chakraborty)।