বেশরম রঙ! লজ্জার সীমা ছাড়িয়ে সমুদ্রের জলে হট পোজে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ঋতাভরী, দেখে হাঁ ভক্তরা

থাইল্যান্ডের সমুদ্রসৈকতে হটলুকে ক্যামেরাবন্দী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাঁর বোল্ড লুক দেখে নিমেষেই ঘায়েল হয়েছেন তাঁর ভক্তরা। ঘুম উড়েছে বহু পুরুষের। টেলিভিশন (Television) দিয়েই অভিনয় জগতে হাতে খড়ি হয় তাঁর।
View this post on Instagram
স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে (Serial) ললিতা নামের একটি চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এখন সে টলিউডের (Tollywood) গন্ডি পেরিয়ে বলিউডে (Bollywood) পা রেখেছেন। সেখানেও তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সকলেই। তবে, যতটানা অভিনয়ের কারণে সংবাদের শিরোনামে থাকেন তারচেয়ে বেশি থাকেন তার হট লুকের কারণে।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন অভিনেত্রী। আর তাই কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঋতাভরী। তবে, সম্প্রতি আবারও একবার তার হট পোজে ঘুম উড়েছে নেটিজেনদের। যেখানে ঋতাভরীকে থাইল্যান্ডের সমুদ্রের মধ্যে সবুজ রঙের বিকিনিতে দেখা যাচ্ছে। তার উপরে রয়েছে সাদা রঙের শার্ট। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট অন্তর্বাস। কার্লি হেয়ারে একেবারে হটবম্ব ঋতাভরী।
View this post on Instagram
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛পাঠান’ সিনেমার গান। এমনকি ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛ওয়াটার বেবি! ঋতাভরী এক্স ক্লাব স্যালন ক্যালেন্ডার ২০২৩’। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন পুকেত, থাইল্যান্ড, ক্যালেন্ডার গার্ল। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛সেক্সী’। আবার কেউ লিখেছেন ‛সৌন্দর্য্যের রানী’। কেউ আবার হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।