×
EntertainmentTrending

পরনে স্বল্প পোশাক, কালো অন্তর্বাসে সুইমিং পুলে ঝড় তুললেন অভিনেত্রী ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তী একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের অন্যতম নাম তিনি। জনপ্রিয় ভারতীয় বাংলা টেলিভিশন অনুষ্ঠান ওগো বোধু সুন্দরী-র মহিলা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন। তার জন্ম 1992 সালের 26 শে জুন।

বহু সুপারহিট মুভিতেও তিনি অভিনয় করেছেন। যেমন টিকিটাকা, ব্রহ্মা জানেন গোপন কম্মোটি, শেষ থেকে শুরু ইত্যাদি। তিনি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট।

ADVERTISEMENT

অন্যান্য সেলিব্রেটিদের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক ছবি পোস্ট করেন। তার প্রচুর ফ্যান ফলোইং রয়েছে। সকলে তাকে খুব পছন্দ করে।

সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম একাউন্ট এ একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে তিনি সুইমিং পুলের মধ্যে বসে রয়েছেন। হাতে রয়েছে একটি বই। পরনে কালো অন্তর্বাস। মাথার ওপরে রয়েছে সানগ্লাস। ছবিটিতে তাকে মাথায় হাত রেখে বই পড়তে দেখা গেছে।

ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন Thug life। ছবিটি শেয়ার করার সাথে সাথে এই ছবিটিতে প্রচুর লাইক পরে। 98093 টি লাইক আছে ছবিটিতে। ছবিটিতে অনেকেই তাকে জলপরীর সাথে তুলনা করেছে।

ADVERTISEMENT

Related Articles