×
Entertainment

স্বল্প পোশাকে উঁকি দিচ্ছে ক্লিভেজ, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ঋতাভরী

টিভি সিরিয়াল থেকে জনপ্রিয়তা পেয়ে এই অবিবাহিত বধূ এখন মূলত সিনেমা করতেই ব্যস্ত। স্টার জলসা খ্যাত ওগো বধূ সুন্দরী সিরিয়ালের লিড কাস্ট ছিলেন ঋতাভরি চক্রবর্তী। এই সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। এই ধারাবাহিকের পর বড়ো পর্দায় দেখা দিয়েছেন বহু লুকে। তবে তার বধূ চরিত্রটিই বিশেষ প্রশংসিত হয়ে থাকে আজও। সেরা সিরিয়ালের শিরোপা জিতে বসে আছে বলা যেতেই পারে। সোশ্যাল মিডিয়াতেও বিশেষ জনপ্রিয়তা রয়েছে এই বঙ্গ ডিভার। কোনো ছবি আপলোড করার সাথে সাথেই তা শেয়ার হয় অগুন্তি আর তাঁর সৌন্দর্য্যের প্রশংসা আসে ঝুড়ি ঝুড়ি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সেমি বোল্ড ফটো আপলোড করেছেন এই নায়িকা। আর তাতে লাইক সংখ্যা গিয়ে পৌঁছেছে এক লাখের কাছাকাছি। খোলামেলা পোশাকে নায়িকাকে এর আগেও দেখা গিয়েছে ঠিকই তবে এই লুকটি যেন বিশেষভাবে আকর্ষিত করেছে তাঁর ফ্যানদের। ব্ল্যাক স্কার্টের উপরে ব্ল্যাক কালারের ডিপ কাট টপে উষ্ণতা ছড়াচ্ছেন ঋতাভরি। হালকা মেকআপ স্মোকি আই এবং হালকা লিপস্টিকে অসাধারণ সুন্দরী লাগছে তাঁকে। কমেন্ট বক্স ভরেছে সুন্দর সুন্দর মেসেজে।

ADVERTISEMENT

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এই ছবিটি শেয়ার করার সাথে সাথেই হয়েছে বহু শেয়ার এবং মুহুর্তেই তা হয়েছে ভাইরাল। নেটিজেনরা ঋতাভরির রুপে মুগ্ধ হয়েছেন। যদিও ওনার প্রতিটি ছবিই ভাইরাল হয়ে থাকে। এই ছবিটি সি এস ক্যালেন্ডার এর লাস্ট ফটোশুটের ফটো বলে নিজেই জানিয়েছেন পোস্ট করা ছবির ক্যাপশনে। ২০২১ এর ফটোশুটের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় একজন তারকা হলে ইনি। তবে শুধু যে সোশ্যাল মিডিয়া তা না এর সাথে সোশ্যাল ওয়ার্ক ও করে থাকেন এই নায়িকা। নায়িকার নিজের একটি স্কুল রয়েছে যেখানে বধির ছেলে মেয়েদের পড়াশুনার সাথে সাথে তাদের দেখাশুনা এবং স্বনির্ভর করার দায়িত্ব নিয়েছেন তিনি।

ADVERTISEMENT

Related Articles