Entertainment

Ritabhari Chakraborty: বার্বি লুকে ফাটাফাটি ঋতাভরী, নায়িকার বোল্ড অবতার দেখে ঘুম উড়েছে ভক্তদের

টলিউডের দুষ্টু-মিষ্টি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সবসময়েই সোশ্যাল মিডিয়ায় সজাগ তিনি। কিছুদিন আগেই ৩১ বছরে পা রেখেছেন নায়িকা। সৌন্দর্যে অভিনেত্রীকে হারাতে পারে কার সাধ্য। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রত্যাশিত ছবি ‘ফাটাফাটি’ (Fatafati)। ছবিতে অভিনয়ের জন্যে তাঁকে প্রায় অনেকটাই ওজন বাড়াতে হয়েছিল।

যা কিনা সত্যিই অনুপ্রাণিত করে। তবে তিনি এখন বেশ ছিমছাম। নায়িকা বলে কথা, ভারী ওজন নিয়ে কতদিন আর থাকা যায়! ছবিতে তাঁর অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছেন। টলিউডের ছোট পর্দা থেকে তাঁর অভিষেক হলেও এখন তিনি রূপোলি পর্দার পাকাপোক্ত নায়িকা। এর মধ্যে তাঁর দুইটি সিনেমা রিলিজ করেছে। যেগুলি একটু অন্য ধাঁচের হলেও দর্শকদের বেশ প্রভাবিত করেছিল। বলিউডেও নাম লিখিয়েছেন তিনি।

সুতরাং বাংলা এবং হিন্দি দুই জগতেই জনপ্রিয়তা অর্জন করছেন নায়িকা। এছাড়াও হিন্দিতে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গেও একটি জুয়েলারী বিজ্ঞাপন করেছেন তিনি। এমনকি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এককথায় বলতে গেলে ঋতাভরীর কেরিয়ারগ্রাফ এখন ঊর্ধ্বমুখী। তবে এখন তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। মাঝে মধ্যেই বিভিন্ন বোল্ড লুকের ছবি পোস্ট করে পুরুষদের ঘুম ওড়ান নায়িকা।

ঐতিহ্যবাহী পোশাক থেকে ওয়েস্টার্ন সবেতেই স্বাচ্ছন্দ্য অভিনেত্রী। সম্প্রতি তিনি ধরা দিলেন একটি ফটোশ্যুটের ভিডিও নিয়ে। যেখানে ঋতাভরীকে দেখা গেল, একেবারে বার্বি ডলের লুকে। গোলাপী আউটফিট, খোলা চুলে, মুখে গোলাপী ব্রাশ করে সে কি আদা তাঁর! অভিনেত্রী বিকিনির উঁকি ঝুঁকিতে স্পষ্ট তাঁর বুকের ক্লিভেজ। তাঁর চোখের গভীরতা দেখেই মুগ্ধ সবাই। সঙ্গে নিজের ফটোশুটের নানা রকম ঝলক একটি ভিডিওতে তুলে ধরলেন অভিনেত্রী। ইতিমধ্যেই ভিডিওটি হাজার হাজার লাইক কুড়িয়েছে।