Advertisement
EntertainmentViral Video

ইন্ডিয়ান আইডলের ড্রিম ফিনালেতে বঙ্গতনয়া বিদিপ্তার সঙ্গে রোমান্স অযোদ্ধার ঋষির, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

সাত মাসের সফর শেষে অবশেষে ঘোষিত হবে ইন্ডিয়ান আইডলের (Indian Idol 13) বিজয়ীর নাম। বর্তমানে তারই অপেক্ষায় ভক্তরা। দীর্ঘ সাত মাস ধরে চলছে ‛ইন্ডিয়ান আইডল সিজন ১৩’। প্রথম থেকেই প্রতিযোগীদের ধামাকাদার পারফরম্যান্সয়ে জমে রয়েছে এই শো। আর এবার ‛ড্রিম ফিনালে’-র মঞ্চ থেকেই মিলবে সেরার সেরা প্রতিভার খোঁজ। বর্তমানে ইন্ডিয়ান আইডলের বিজয়ী হিসেবে এগিয়ে রয়েছেন ঋষি সিং।

Advertisements

অযোধ্যার ভূমিপুত্র ঋষিকে নিয়ে মানুষের উন্মাদনা কিছু কম নয়। নেটিজেনরা তো ধরেই রেখেছেন ঋষি বিজয়ী হতে চলেছে। তবে, অনেকে আবার মনে করছেন ইন্ডিয়ান আইডলের ট্রফি ও ঋষির মাঝে একমাত্র পাহাড় রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। তবে, তারা একে অপরের প্রতিযোগী হলেও তাদের প্রেমকাহিনী নিয়ে চর্চা চলে আনাচে কানাচে। যদিও তাদের ‛লাভস্টোরি’ স্ক্রিপ্টেড বলেই মনে করেন সকলে।

Advertisements

এর আগেও অরুনিতা ও পবনদীপকে নিয়েও কম আলোচনা হয়নি। যা আজও বহমান। সম্প্রতি ঋষি-বিদীপ্তার কেমিস্ট্রি আবার দেখা যাবে গ্র্যান্ড ফিনালের মঞ্চে। ‛ইন্ডিয়ান আইডল ১৩’-র মঞ্চে এবছর ভারতীয় সিনেমার ১১০ বছরকে সেলিব্রেট করা হবে। এদিন মঞ্চে রাজ কাপুর ও নার্গিসের সুপার ডুপার হিট গান ‛প্যায়ার হুয়া ইকরার হুয়া’ গানে ঋষি ও বিদীপ্তাকে পারফর্ম করতে দেখা যাবে।

এছাড়াও বিদীপ্তার গলায় রেখার ‘সালামে ইশক’ ও মাধুরী দীক্ষিতের ‘এক দো তিন’-র মতো জনপ্রিয় গান দুটি শোনা যাবে। ইন্ডিয়ান আইডলের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলার তিন কন্যা। বিদিপ্তার পাশাপাশি এই মঞ্চে রয়েছেন সোনাক্ষী কর ও দেবস্মিতা রায়। এছাড়াও শিবম সিং এবং চিরাগ কোতওয়াল রয়েছেন গ্র্যান্ড ফিনালের একটি অংশ হিসাবে। তবে, এবার দেখার পালা ছয় প্রতিযোগির মধ্যে সেরার সেরা মুকুট কার মাথায় ওঠে।