Web series : রিধিমা তিওয়ারির হট সিন দেখে ঘাম ছুটেছে দর্শকদের, ভুলেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না

Ullu Web Series: উল্লু অ্যাপের মাধ্যমে রিলিজ হয়েছে ‘ওয়াকম্যান’ (Walkman) ওয়েব সিরিজ। অ্যাডাল্ট ওটিটি অ্যাপ গুলির মধ্যে প্রথমেই আছে উল্লু। একের পর এক ওয়েব সিরিজ রিলিজ করে কার্যত সবাইকে চমকে দিয়েছে। কিছুদিন আগেই ‘রিক্সাওয়ালা’, ‘রেইন বাসেরা’, ‘মালাই’ মতো পরপর বেশ কিছু সিরিজ রিলিজ করেছিল। এবার আবারো একবার সামনে আসলো বিখ্যাত ‘ওয়াকম্যান’ সিরিজ। নায়িকা হিসাবে আপনারা দেখতে পাওয়া গেছে ঋদ্ধিমা তিওয়ারি (Ridhima Tiwari)-কে।
অ্যাডাল্ট সিরিজের বেশ পরিচিত মুখ ঋদ্ধিমা। তার অভিনীত সব কটি সিরিজই বেজায় হিট। যে কারণেই এই সিরিজ যে দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করেছে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে। সে তার বরের সাথে শারীরিক সম্পর্ক ভালো ছিল না। গ্রাম্য পরিবেশে শরীরের চাহিদা তার স্বামী কোনোদিন মেটাতে পারেনি। তাই সে তার আশেপাশের অন্যান্য পুরুষদের সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।
এরকম একজন পুরুষ হলেন তার নিজের ভাগ্নে। সিরিজের মধ্যে ঋদ্ধিমাকে ওয়াকম্যানের সাথেও ঘনিষ্ঠ হতে দেখা গেছে । প্রতি সপ্তাহে একাধিক সাহসী ওয়েব সিরিজ মুক্তি পায় এই প্ল্যাটফর্মে। দর্শকরা এই সিরিজকে সিনেমার চেয়ে বেশি পছন্দ করেন। এই সিরিজটি আপনি সরাসরি উল্লু প্লাটফর্মে দেখতে পারবেন। গত বছর অর্থাৎ ২০২২ সালের ৩০ সে সেপ্টেম্বর উল্লুর মাধ্যমে রিলিজ করেছিল এই সিরিজ।
অতি অবশ্যই দুটি এপিসোডের এই সিরিজ দেখার জন্য উল্লুর সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না। হিন্দি সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করেছে এই সিরিজ। আরও অনেক কলাকুশলীরা এই সিরিজে। খুব অল্প দামেই আপনি পেয়ে যাবেন এই প্লাটফর্মের সাবস্ক্রিপশন। ঋদ্ধিমার ঘাম ঝরানো দৃশ্য গুলি দেখতে এই টাকা খরচ করাই যায়। তাহলে আর দেরি করবেন না সাবস্ক্রিপশন নিয়ে তাড়াতাড়ি দেখুন এই সিরিজ।