Entertainment

টাকার জন্য একের পর এক শারীরিক সম্পর্ক করে জালেবি বাই, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজ

Advertisement
Advertisements

বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট  কিংবা ঘাম ঝরানো তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই একটি অ্যাপ হলো উল্লু (Ullu)। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। দর্শকরা একা ঘরে কার্যকরী সেইসব সিরিজ গুলি দেখেই জীবনের আনন্দ উঠাতে চান। চলুন আজ তেমনই সবথেকে একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করা যাক।

বর্তমানে এই ওয়েব সিরিজগুলির মধ্যে একটি অন্যতম চর্চিত ওয়েব সিরিজ হল ‘জালেবি বাই’। সম্প্রতি এর তিন নম্বর সিরিজটি বেজায় জনপ্রিয়তা লাভ করেছে। এখানে মুখ্য চরিত্রের অভিনয় করেছেন ঋদ্ধিমা তেওয়ারি (Ridhima Tiwari)। প্রথম দুটি সিজনের মতোই তৃতীয় সিজনটি ব্যাপক উষ্ণতায় পরিপূর্ণ। বরাবরই ঘাম ঝরানো দৃশ্যে অভিনয় করেন তিনি। তবে এই সিরিজের গল্প সবথেকে নজরকাড়া।

গল্পে, জালেবি বাই নামের এক কাজের মহিলাকে দেখানো হয়েছে। যেখানে সবসময় সে টাকার জন্য শারীরিক সম্পর্ক তৈরী করেন। টাকা দিলে তার সাথে সব কিছু করা সম্ভব। শুধুমাত্র টাকার জন্য তিনি দেওর, শ্বশুর, জামাইবাবু প্রত্যেকের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছেন। অত্যন্ত বোল্ড দৃশ্য দেখানো হয়েছে।

ঋদ্ধিমার প্রতিটি সিন দেখে আপনার ঘাম ঝরতে বাধ্য। তিনটি সিজন দেখতে হলে আপনাকে উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। কত টাকা খরচ করতে হবে তা যদিও অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন। তবে শুধু এটা নয় উল্লুর মাধ্যমে আপনি আরও অনেক ওয়েব সিরিজ দেখতে পারবেন।