Entertainment

Ullu-র সবথেকে ঘাম ঝরানো ৫ টি ওয়েব সিরিজ এগুলি, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

Advertisement
Advertisements

বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট  কিংবা ঘাম ঝরানো তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই একটি অ্যাপ হলো উল্লু (Ullu)। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। চলুন আজ তেমনই সবথেকে ঘাম ঝরানো পাঁচটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করা যাক।

১) Shahad :

  • উল্লুর এই বিখ্যাত সিরিজ দেখলে আজও ঘাম ঝরবে আপনার। দেওর ও বৌদির অবৈধ প্রেম দেখানো হয়েছে। যেখানে তারা এক বাড়িতেই থাকে। তবে দেওরের সাথে হঠাৎ ঘনিষ্টতা শুরু হয়। শুধু তাই নয় একসময় তাদের দুজনের শারীরিক সম্পর্ক হয়। কিন্তু কিহবে এর পরে? তা জানতে হলে আপনাকে দেখতে হবে শাহাদ ওয়েব সিরিজ।

২) Charamsukh :Mom and Daughter

  • সিরিজ জুড়ে আছে শুধুমাত্র মা ও মেয়ের গল্প। নিজের মা তার মেয়ের প্রেমিকের সাথে বিছানা ভাগ করে নেবে। তবে তার মেয়ে এই দৃশ্য কেমনভাবে গ্রহণ করবে? তা জানা যাবে এই সিরিজ সম্পূর্ণ দেখলে।

৩) Doraha :

  • দোরাহা সিরিজে দুটি জুটির গল্প তুলে দেখানো হয়েছে। দুটি জুটি নিজেদের মধ্যে আলাদা আলাদা ভালোবাসে। কিন্তু শেখর নামের একজন যখন তার স্ত্রীকে ছেড়ে চলে যায় তখন সমস্যা শুরু হয়। পরে তার ভাই কার্যত তার স্ত্রী ও বৌদির সাথে সম্পর্ক তৈরী করে।

৪) Jalebi Bai:

  • জালেবি নামের এক কাজের মহিলা যে টাকার বিনিময়ে সবকিছু করে। বাড়ির লোকেরা টাকা দিয়ে তার সাথে সম্পর্ক তৈরী করে। ঋদ্ধিমা তিওয়ারি কার্যত জালেবি বাইয়ের চরিত্রে কাঁপিয়ে দিয়েছে।

৫) Palang Tod: Siskiyaan

  • শ্বশুর ও তার বৌমার অবৈধ সম্পর্ক দেখানো হয়েছে এই সিরিজে। নূর মালবিকার অভিনয়ে সবাই গলে গেছে। যেভাবে শ্বশুর তার বৌমার সাথে সম্পর্ক তৈরি করেছে তা দেখলে ঘাম ঝরতে বাধ্য আপনার।