EntertainmentVideoViral Video

বিনীতা নয়, দ্যুতিকেই বিয়ে করতে হবে রাহুলকে! সাফ জানিয়ে দিল ঋদ্ধি, ‘গাঁটছড়া’ নিয়ে তুমুল উত্তেজনা দর্শকমহলে

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক হলো গাঁটছড়া (Gantchhora)। স্টার জলসার এই ধারাবাহিক দর্শকদের মনে একেবারে জাঁকিয়ে বসেছে। রাহুলের পর্দা ফাঁসের রুদ্ধশ্বাস পর্বগুলি ব্যাপকভাবে উপভোগ করছেন তারা। যদিও মাঝে মধ্যেই তারা বিরক্তও হচ্ছেন। নেটিজেনদের একাংশই বলছেন এই একটা ট্র্যাক আর কতদিন চলবে। এবার নতুন গল্প দেখানো হোক।

দর্শকদের সেই ইচ্ছে বোধ হয় খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। কারণ রাহুলের সমস্ত কুকীর্তি জেনে গিয়েছে ঋদ্ধি (Riddhi)। ড্রাইভার সেজে খড়ির সঙ্গে রাহুলের স্পেশাল হোটেলে গিয়েছিল ঋদ্ধি। সেখানেই রাহুলের সমস্ত কুকীর্তির কথা জানতে পারে সে। আর বাড়ি ফিরতেই রাহুল (Rahul) তাকে মিষ্টি খাওয়াতে যায়। কারণ হিসেবে রাহুল বলে তার বিয়ের আনন্দে এই মিষ্টি সে ঋদ্ধিকে খাওয়াচ্ছে।

তখন ঋদ্ধি রাহুলকে বলে যে, বিয়ে তো তোর হবেই তবে বিনীতা নয় দ্যুতি (Dyuti)-র সঙ্গে। তোর সব কুকীর্তি আমি জেনে গেছি। এই শুনে যেন আকাশ ভেঙে পড়ে রাহুলের মাথায়। এরপর ঋদ্ধি খড়ি (Khori)-কে ডাকে। খড়ি সিংহরায় বাড়িতে ঢুকে শ্রুতি ও দ্যুতিকে ডাকে। তাদের একসঙ্গে দেখে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় রাহুলের। রসগোল্লার মতো বড়ো বড়ো চোখ করে তাকিয়ে থাকে রাহুল।

আর এই টুইস্ট দেখে ব্যাপক খুশি নেটিজেনরা। যদিও তারা একটু সংকোচ বোধও করছে। যদি আবারও গেম ঘুরিয়ে দেয় রাহুল! এইবার কি সত্যি সত্যিই রাহুলের পর্দা ফাঁস হবে? রাহুলের আসল চেহারাটা সকলের সামনে আনতে পারবে ঋদ্ধি ও খড়ি! তার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।