×
Entertainment

নিজের জীবন বাজি রেখে ঈশাকে বাঁচাতে আগুনে ঝাঁপ ঋদ্ধির! এবার কি স্মৃতি ফিরবে খড়ির? উত্তেজনা দর্শকমহলে

প্রাণ সংকটে ঈশা-ঋদ্ধি। ঈশাকে বাঁচাতে গিয়েই আগুনের মুখে পরে ঋদ্ধি। আর তারমধ্যেই কাছাকাছি আসে দুজনে। দীর্ঘদিন ধরে চলা স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gantchhora)। একটাসময় বেঙ্গল টপারও হয়েছিল এই ধারাবাহিক। বর্তমানে প্রথমস্থানে না থাকায় সেরা দশের তালিকায় রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের একেরপর এক আসছে নতুন টুইস্ট।

নিজের জীবন বাজি রেখে ঈশাকে বাঁচাতে আগুনে ঝাঁপ ঋদ্ধির! এবার কি স্মৃতি ফিরবে খড়ির? উত্তেজনা দর্শকমহলে -

স্রোতে ফেরার কোনো চেষ্টাই বাকি রাখছে না টিম ‛গাঁটছড়া’। আর তাইতো প্রথমে খড়ির মৃত্যু আর তারপর ঈশা হয়ে তার ফিরে আসা। যদিও পুরোনো স্মৃতি সবটাই ভুলে গেছে খড়ি। সে এখন নিজেকে ঈশা রূপেই চেনে। যে কিনা স্মার্ট, ওয়েল এডুকেটেট। এমনকি কথায় কথায় যে পটাপট ইংরেজিও বলে। সে মোটেই সহজ-সরল, সাদাসিদে নয়। শত্রুদের কিভাবে উল্টোচাল দিয়ে বাজিমাত করতে হয় সে সেটা খুব ভালোভাবেই জানে।

নিজের জীবন বাজি রেখে ঈশাকে বাঁচাতে আগুনে ঝাঁপ ঋদ্ধির! এবার কি স্মৃতি ফিরবে খড়ির? উত্তেজনা দর্শকমহলে -

আর খড়ির এই স্মৃতি হারানোর সুযোগ নিয়েই সিংহ রায়দের শত্রুপক্ষ খড়িকেই কাজে লাগাচ্ছে তাদের বিরুদ্ধে। বর্তমানে রাহুল সিংহ রায় বাড়ি ঈশার কাছে বিক্রি করে দিয়েছে। আর এই ফাঁকে খড়ি ওরফে ঈশা চালাকি করে সিংহ রায়দের ব্যবসাও নিজের নামে করে নিয়েছে। আর তাইতো নিজের কেনা বাড়িতেই এখন সে থাকছে। বর্তমানে খড়ি রূপী ঈশা তাই বাড়ি ও অফিস দু জায়গাতেই রাজ করছে।

নিজের জীবন বাজি রেখে ঈশাকে বাঁচাতে আগুনে ঝাঁপ ঋদ্ধির! এবার কি স্মৃতি ফিরবে খড়ির? উত্তেজনা দর্শকমহলে -

আর এসব একেবারেই মানতে পারছে না তানি। সেও তো মনে মনে ঋদ্ধিকে ভালোবাসে। আর তাই ঈশাকে সরিয়ে দিতে সেও বদ্ধ পরিকর। আর তাইতো তানি ওয়াকশপে আগুন লাগিয়ে দেয়। সেটা শুনে ঈশাও ওই খানে গিয়ে হাজির হয়। তাকে বাঁচাতে উপস্থিত হয় ঋদ্ধি। দুজনেই কোনোক্রমে সেখান থেকে বেঁচে ফেরে। যদিও ইশাকে বাঁচাতে গিয়ে আহত হয় ঋদ্ধি। আর এই ঘটনার পর থেকেই ঈশার মনে হতে থাকে যে, ঋদ্ধি তার ক্ষতি চায়না। এমনকি বারেবারে তার মনে পুরোনো অতীত অস্পষ্ট হয়ে দেখা দেয়।

নিজের জীবন বাজি রেখে ঈশাকে বাঁচাতে আগুনে ঝাঁপ ঋদ্ধির! এবার কি স্মৃতি ফিরবে খড়ির? উত্তেজনা দর্শকমহলে -

তাহলে কি এভাবেই ফিরবে খড়ির স্মৃতি? মিল হবে হবে খড়ি ও ঋদ্ধির সেটাই এখন দেখার।