দুষ্টু বুদ্ধির মহিমা! ঘুড়ির লড়াইয়ে দারুন ফন্দি এঁটে খড়িকে হারিয়ে দিল ঋদ্ধি, ‘গাঁটছড়া’ দেখে বেজায় খুশি দর্শকরা

একেই বলে দুস্টু বুদ্ধির মহিমা। ঘুড়ির লড়াইয়ে একবারে গোহারা হারলো মেয়েদের টিম। যদিও হারা বললে ভুল হবে। ইচ্ছে করেই মেয়েদের হারিয়ে দিল ঋদ্ধি। বউকে চুমু দেওয়ার ছলনায় অন্যমনস্ক করে দিয়ে একেবারে ভোকাট্টা করে দিল ঋদ্ধি (Riddhi)। আর তারপরই মেতে উঠলো আনন্দে। দাবি মেয়েদের হারিয়ে ছেলেরাই নাকি জয়ী হয়েছে ঘুড়ির প্রতিযোগিতায়।
ওদিকে এই হার একেবারে মেনে নিতে রাজি নয় খড়ি। বরং চেঁচিয়ে বলতে থাকে ঋদ্ধিমান বাবু কায়দা করে এককথায় চোট্টামি করে ঘুড়ি কাটিয়েছেন। কিন্তু কি চোট্টামি করেছেন তা আর মুখ ফুটে বলতে পারছেন না। বরের এই কীর্তির কথা কাকেই বা আর বলা যায় বলুন তো দেখি! ওদিকে বনিও জামাইবাবুর দলে আছে বলে জিজুর চোট্টামির কথা কাউকে বলতে পারছে না।
View this post on Instagram
যদিও কুণালের বাবার মত তারা নিজের চেষ্টায় জিতেছে। কিন্তু তা মেনে নিতে কেউই রাজি নয়। ওদিকে খড়িও বলতে পারছে না কিভাবে সে ফেঁসে গেছে ঋদ্ধিমানের জালে। সম্প্রতি সব ষড়যন্ত্রের প্রমান দিয়ে দোষীদের শাস্তি দিয়েছে খড়ি ও ঋদ্ধি (Khori-Riddhi)। আপাতত জেলেই দিন কাটছে রাহুলের। অন্যদিকে অয়নারও পর্দাফাঁস হয়েছে। আর তাইতো কুণালকে বিয়ে করার পরিকল্পনা তার ভেস্তে গিয়েছে।
View this post on Instagram
আর দাদার এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছে না কিয়ারা। আর তাই এখন সে ষড়যন্ত্রের জাল বুনছে খড়ি ও ঋদ্ধির জন্য। এবার দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় ‛গাঁটছড়া’ (Gantchhora)।