Advertisement
EntertainmentNews

বলিউডে কামব্যাক করছেন রিয়া চক্রবর্তী, শ্রীঘ্রই সকলের সামনে হাজির হবে সুশান্তের প্রেমিকা

Advertisement
Advertisements

২০২০ সালটা সকলের কাছে তো বটেই বিশেষ করে বলিউড জগতের কাছে দুঃ সময়ের ইতিহাস হয়ে থাকবে। একের পর এক মৃত্যু ঘটে গিয়েছে বলিউডে। ইরফান খান, ঋষি কাপুর, মোহিত বাঘেল সহ বিখ্যাত সব অভিনেতাদের মৃত্যু হয়েছে এ বছর। তবে, যার মৃত্যুতে সবচেয়ে বেশি তোলপাড় হয়েছিল দুনিয়া সেটা হল অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

বেশিরভাগ মানুষের মতেই তাঁর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ১৪ জুন বান্দার ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধারের পর যেন থমকে গিয়েছিল গোটা দেশ। আর তারপর একের পর এক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যে। তবে, এখনও তাঁর মৃত্যু রহস্য অধরা সবার কাছে। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এখনও চালিয়ে যাচ্ছে তদন্ত।

Advertisements

আর এই সুশান্ত সিং মৃত্যু মামলার রহস্য উদঘাটন করতে গিয়েও বেরিয়ে এসেছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর অভিনেতাকে মাদক দেওয়া এমনকি মাদক পাচার এর মতো জগন্য অপরাধমূলক কাজ। আর তারপরই গ্রেপ্তার হন অভিনেত্রী। এরপর ২৮ দিন জেলে কাটানোর পর ১লক্ষ টাকার বন্ড ও পাসপোর্টের পরিবর্তে জামিনে মুক্তি পায় অভিনেত্রী।

Advertisements

সম্প্রতি রিয়ার বন্ধু পরিচালক রমি জাফেরি রিয়ার সঙ্গে দেখা করেছেন। আর তারপরই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই ঘটনার পর থেকে অভিনেত্রী মানসিক ট্রমায় চলে গিয়েছিল। তবে, এখন সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর তারপরই সে আবার কাজের জগতে ফিরবেন। আর বলিউডও তাঁকে আবার আগের মতন আপন করে নেবে।

এছাড়া পরিচালক বলেছেন যে, নতুন সিনেমা ‘চেহরে’ দিয়ে আবার বলিউডে পা রাখতে চলেছেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালে সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সামাজিক পরিস্থিতির কারণে তা আর মুক্তি পায়নি। আর তাই নতুন বছরে সেই ‘চেহরে’ ছবি দিয়েই সকলের সামনে হাজির হবেন রিয়া চক্রবর্তী।