রিজওয়ানের সঙ্গে বহুদিন পর রোমান্টিক মুডে দেবচন্দ্রিমা, ভিডিও দেখে প্রশংসায় ভরালো নেটিজেনরা

‛সাঁঝের বাতি’ দিয়ে তাদের পথচলা শুরু হয়েছিল। কাদের কথা বলছি বুঝতে পারছেন নিশ্চই? তারা হলেন আপনাদের সকলের প্রিয় আর্য ও চারু অর্থাৎ রিজওয়ান ও দেবচন্দ্রিমা (Rezwan-Debchandrima)। বর্তমানে দুজনেই একই চ্যানেলের হয়ে কাজ করলেও অভিনয় করছেন ভিন্ন ভিন্ন ধারাবাহিকে। তবে, আর্য-চারুর জনপ্রিয়তা কিন্তু আজও একইভাবেই বহমান।
আর তাই হয়তো কোনো না কোনো বাহানায় মাঝেমধ্যেই দর্শকদের নজর কাড়েন তারা। এই সম্প্রতি একটি ফটোশ্যুটের কারণে আবারও তাদের একসঙ্গে দেখা গিয়েছে। আর দেখা মানেই একসঙ্গে রিল ভিডিও করতে একেবারেই ভোলেননি এই জুটি। এদিন পিচ রঙের পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন রিজওয়ান। আর ওদিকে দেবচন্দ্রিমার পরণে রয়েছে নীল রঙের বেনারসি। সঙ্গে মানানসই গলার হার ও কানের।
View this post on Instagram
হৃত্বিক ও করিনার সেই বিখ্যাত গান ‛কহে দো না’ তে নাচতে দেখা যাচ্ছে তাদের। অভিনেতা নিজেই তার ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন এই নাচের ভিডিও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛১০-র মধ্যে আমি ৯ দিলাম’। বরাবরই তাদের এই কেমিস্ট্রি নিয়ে চর্চা লেগেই চলে নেটপাড়ায়। যদিও তারা একে অপরকে দুজনের ভালো বন্ধু বলেই দাবি করেন।
View this post on Instagram
এমনকি দেবচন্দ্রিমা এও বলেছেন যে, ‛আমরা খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে ও আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার সঙ্গে রিজওয়ানের কোনো প্রেমের সম্পর্ক নেই। আর হবেও না। একথা বলতে বলতে আমি ক্লান্ত’। তবে, এরপরেও তাদের কেমিস্ট্রি নিয়ে আনাচে কানাচে বেশ চর্চা চলে। কিন্তু তাতে বিন্দুমাত্র কুচপরোয়া নেই দুজনের। বরং দুজনেই নিজেদের কেরিয়ারে সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন। সম্প্রতি তাদের এই রিল ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।