
আজ সকাল হতে না হতেই শোনা যাচ্ছে মিঠাই নাকি বন্ধের মুখে! মনখারাপ ভক্তদের। এই ধারাবাহিক নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’ (Mithai)। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় রাজ করছে এই সিরিয়াল। প্রথমদিকে বেঙ্গল টপার থাকলেও বর্তমানে সেই স্রোতে খানিকটা ভাঁটা পড়েছে।
বর্তমানে প্রাইম টাইমের বদলে সন্ধ্যে ৬টার স্লটে দেখা মেলে সিরিয়ালের। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে মিঠি সিডকে ডিভোর্স দিতে চায়। আর সেই মতোন সে কাগজও তৈরি করে ফেলেছে। তবে, ওদিকে আবার মিঠাই ফিরেছে মোদক পরিবারে। যদিও সে আগের সব স্মৃতিই হারিয়ে ফেলেছে।
তবে, মিঠাইয়ের স্মৃতি যাতে ফিরে আসে সেই চেষ্টা সকলে করে চলেছে। আর এসবের মাঝেই সম্প্রতি শোনা যাচ্ছে সিরিয়াল নাকি বন্ধ হতে চলেছে। আর যা নিয়ে ভক্তদের মনখারাপ হয়েছে। আগামী এপ্রিলেই নাকি ইতি টানবে সিরিয়াল। এইজন্য অনেকে জি বাংলার উপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে। শোনা যাচ্ছে যে, জি বাংলা প্রোডাকশনের তরফে নাকি নতুন ধারাবাহিক আসতে চলেছে। যার নাম ‛ফুলকি’।
আর সেখানে মুখ্য চরিত্রে দেখা মিলবে নবাগতা দুই মুখের। খুব সম্ভবত ক্রিকেটকে কেন্দ্র করেই গড়ে উঠবে এই ধারাবাহিক। মিঠাইয়ের জায়গা নেবে এই ধারাবাহিক। আর এই খবর শোনার পর থেকেই আশাহত হয়েছেন ভক্তরা। এছাড়াও জি বাংলার পর্দায় চলা আরও দুই ধারাবাহিক ‛সোহাগ জল’ ও ‛তোমার খোলা হাওয়া’ নিয়েও তৈরি হয়েছে সংশয়। ‛তোমার খোলা হাওয়া’-র জায়গায় আসছে মুকুট।