Entertainment

অমিতাভের নাতনিকে বুকে জড়িয়ে রেখা! পাশে ঐশ্বর্য, দেখে আপ্লুত নেটবাসী

Advertisement
Advertisements

এযেন এক অন্য চিত্র! ফ্রেমবন্দি রেখার সঙ্গে ঐশ্বর্য ও আরাধ্যার (Aishwarya-Aaradhya) আদুরে ছবি। জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা তথা বিগ বি অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) নিয়ে নতুন করে বলার কিছু নেই। একের পর এক সিনেমা দিয়ে তিনি জয় করেছেন দর্শকদের মন। অনস্ক্রিন বলুন বা অফস্ক্রিন তার রঙিন ও গসিপে ভরা জীবন নিয়ে বারংবারই উঠে এসেছেন সংবাদের শিরোনামে। আর সেই তালিকায় বাদ যায়নি তার প্রেমের কাহিনীও।

অমিতাভের নাতনিকে বুকে জড়িয়ে রেখা! পাশে ঐশ্বর্য, দেখে আপ্লুত নেটবাসী

এমন লম্বা, হ্যান্ডসাম সুন্দর পুরুষের প্রেমে কেই বা না পরে থাকতে পারেন বলুন তো দেখি? অমিতাভ ও রেখার (Amitabh – Rekha) প্রেম কাহিনী আশাকরি কারোরই অজানা নয়। পর্দায় তারা যেমন ছিলেন হিট কাপেল ঠিক তেমনই পর্দা বাইরেও তাদের জুটি ছিল সুপার ডুপার হিট। ‛মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখা ও অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য একেবারেই ভালো চোখে দেখেননি জয়া।

অমিতাভের নাতনিকে বুকে জড়িয়ে রেখা! পাশে ঐশ্বর্য, দেখে আপ্লুত নেটবাসী

আর তারপর থেকেই স্ত্রীকে খুশি রাখার জন্য রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিগ বি। যদিও পরে যশ চোপড়ার ‛সিলসিলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রেখা, অমিতাভ ও জয়া। তারপর থেকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সম্প্রতি শনিবার নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টারের গালা উদ্বোধনের দ্বিতীয় দিন ছিল। আর সেখানে রেখা, ঐশ্বর্য ও আরাধ্যা সকলেই উপস্থিত ছিলেন।

অমিতাভের নাতনিকে বুকে জড়িয়ে রেখা! পাশে ঐশ্বর্য, দেখে আপ্লুত নেটবাসী

আর সেখানেই আরাধ্যাকে জড়িয়ে ছবি তুললেন রেখা (Rekha)। এমনকি মনীশ মালহোত্রা সহ ঐশ্বর্যর সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন রেখা। অমিতাভ ও রেখার মধ্যে বহু বছরের তিক্ততা কোনোভাবেই ছাপ ফেলেনি এদিন। এই ইভেন্টে সবুজ ও সোনালী কম্বিনেশনের কাঞ্জিভরাম শাড়িতে ধরা দিয়েছিলেন রেখা। ওদিকে ঐশ্বর্যর পরণে ছিল কালো রঙের সালোয়ার আর আরাধ্যার পরণে ছিল সোনালী রঙের পোশাক। সবমিলিয়ে একেবারে জমে উঠেছিল এই ইভেন্ট।