Entertainment

৪৮ পেরিয়েও কমেনি যৌবন! হট লুকে অনুগামীদের নজর কাড়লেন অভিনেত্রী রবিনা, ভাইরাল ছবি

Advertisement
Advertisements

অভিনেত্রীদের বয়স বাড়লেও রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এর যেন বয়স বাড়ে না। সম্প্রতি বিখ্যাত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এ অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। বহু বছর বাদে দক্ষিনী সিনেমার মাধ্যমে তার আত্মপ্রকাশ যেন নজর কেড়ে নিয়েছে। যদিও তিনি মূলত ৯০ দশকের নায়িকা বলা যায়। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তবে সম্প্রতি নায়িকার নতুন ফটোশুট কার্যত ইন্টারনেট কাঁপাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

লাল প্রিন্টের ওপেন ফ্রন্ট ড্রেসে দেখা গেল রবিনা কে। এই দুর্দান্ত লুকে হয়তো এর আগে দেখা যায়নি নায়িকাকে। তাই নয় পোশাকের সাথেই ব্রালেটে দেখা গেল তাকে যার মধ্যে দিয়ে নায়িকার স্তন যুগল সুস্পষ্ট। এক সাথে সাতটি ফটো আপলোড করেছেন তিনি। যেখানে এক একটি ভিন্ন পোজের ও আলাদা সংবেদনশীল।

ক্যাপশনে রবিনা লিখেছেন -‘সবকিছু লাল’। বাঁধা চুল, মেকআপ ও বিভিন্ন পোজের মধ্যে দিয়ে রবিনার যে আত্মবিশ্বাস ধরা পড়েছে তা সত্যি দুর্দান্ত। হাজার হাজার লাইক দিয়ে নিজেদের পছন্দের অভিনেত্রীকে ভালোবাসা জাহির করেছেন নেটবাসী। কেউ লিখেছেন -‘বিউটিফুল ওমেন’। তো দ্বিতীয় মানুষ বলেছেন -‘জাস্ট দুর্দান্ত, এই বয়সেও যেন আগুন ঝরছে’।

ইনস্টাগ্রামে ৭.৮ মিলিয়ন ফলোয়ার্স আছে তাঁর। ৪৮ বছর বয়সেও তাঁর এমন রূপের বাহার দেখে অবাক সকলে। ২০২৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন রবিনা। একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার ‘ফিল্ম ফেয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন নায়িকা।