EntertainmentVideoViral Video

শো চলাকালীন সকলের সামনে কপিলকে চুমু খেল রবিনা ট্যান্ডন, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

কপিল শর্মার (The Kapil Sharma Show) শোতে এসে তারই গালে চুমু খেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon)। ১৯৯১ ‛Pathhar Ke Phool’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন বলিউডের অন্দরে। তারপর একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন ভক্তদের। বর্তমানে খুব বেছে সিনেমা করেন। আর পাশাপাশি চলছে তার ওয়েব সিরিজের কাজ। সম্প্রতি এবার তাকে দেখা গেল কপিল শর্মার শোতে।

মানুষকে আনন্দ দেওয়ার জন্য টিভির পর্দায় অনেক রিয়েলিটি শো সম্প্রচারিত হয়। তবে, সেগুলির মধ্যে অধিকতর জনপ্রিয় কমেডি শো হল ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। সোনি টিভি (Sony TV)-র পর্দায় ৩ সিজন ধরে রমরমিয়ে চলছে শো। শান্তিবনের বাসিন্দাদের কাণ্ডকারখানা দেখে রীতিমতো পেটে খিল ধরার জোগাড় হয় টিভির এপারে বসে থাকা দর্শকদের।

শো চলাকালীন সকলের সামনে কপিলকে চুমু খেল রবিনা ট্যান্ডন, তুমুল ভাইরাল ভিডিও

এই শোতে একদিকে স্ট্যান্ড আপ কমিডির পাশাপাশি টক শোর অনবদ্য কম্বিনেশন রয়েছে। আর এই দুইয়ের মেলবন্ধনে এই শোয়ের টিআরপি দিনের দিন বেড়েই চলেছে। আপাতত কপিল শর্মা শোয়ের বর্তমান সিজন চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। আর সেখানেই রবিনার উপস্থিতি এই শো দেখার উৎসাহকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

শো চলাকালীন সকলের সামনে কপিলকে চুমু খেল রবিনা ট্যান্ডন, তুমুল ভাইরাল ভিডিও

রবিনা (Raveena Tandon) ছাড়াও এই শোতে ‛আন্দাজ আপনা আপনা’ অভিনেত্রী গুনীত মঙ্গা এবং সুধা মূর্তিকেও দেখা গিয়েছে। সম্প্রতি তারই একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে কপিলকে নিয়ে খানিকটা মজা করেন রবিনা। আর তারপরই তার গালে চুমু দেন। আর তাতে কপিল শর্মা হেসে বলেন যে, আপনি যদি আমাকে অপমান করতে চান আর তারপরে আমাকে চুমু দেন তাহলে আপনি অপমান করতে পারেন।

শো চলাকালীন সকলের সামনে কপিলকে চুমু খেল রবিনা ট্যান্ডন, তুমুল ভাইরাল ভিডিও

আর এই কথা শুনে তো সেটের মধ্যে উপস্থিত থাকা সকলেই হো হো করে হেসে ওঠেন। ভিডিওতে (Video) রবিনাকে (Raveena Tandon) তার ‛আন্দাজ আপনা আপনা’ ছবিতে তার লুক নিয়ে কথা বলতে দেখা যায়। যেই সিনেমায় আমির খান, সালমান খান এবং কারিশমা কাপুরও অভিনয় করেছিলেন। এমনকি এদিন সুধা মূর্তি জানান তিনি তার স্বামী নারায়ণ মূর্তির সঙ্গে প্রথম দেখা করার পর তার কি প্রতিক্রিয়া ছিল।

এমনকি তিনি আরও বলেছেন যে কীভাবে তার পরিবারের সদস্যরা ভেবেছিলেন যে ইঞ্জিনিয়ারিং পড়া মেয়েকে কেউ বিয়ে করবে না। সবমিলিয়ে এক জমজমাট পর্ব হতে চলেছে কপিল শর্মার শোতে।