‘Churake Dil Mera’, ৯০ দশকের জনপ্রিয় হিন্দি গানে জুটি বেঁধে অসাধারণ নাচ রবিনা ও শিল্পার, ভাইরাল ভিডিও

একজনের ঝুলিতে আছে ‘মোহরা’ কিংবা ‘দুলহে রাজা’ মতো সুপারহিট সিনেমা। তো অন্যজনের ঝুলিতে আছে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ থেকে ‘ধারকান’ -এর মতো সুপারহিট সিনেমা। বলার অপেক্ষা রাখে না কার কথা বলা হচ্ছে। অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) ও শিল্পা শেট্টি (Shilpa Shetty) এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। বিখ্যাত গানে এই জুটির নাচের থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শকরা।
‘সুপার ড্যান্সর ৪’ -এর বিচারকের আসনে ছিলেন শিল্পা শেট্টি। সেখানেই বিশেষ অথিতি হিসাবে উপস্থিত হয়েছিলেন রবিনা ট্যান্ডন। বলাই বাহুল্য দুজনেই কিন্তু ৯০-র দশকের একসময়ের মন মাতানো নায়িকা ছিলেন। তাঁদের একের পর এক সিনেমা দর্শকদের মন জয় করে নিয়েছিল। এবার সেই দুই নায়িকা একই মঞ্চে দাঁড়িয়ে রোমান্টিক নাচে বিশেষ মুভস দেখালেন।
‘চুরা কে দিল মেরা’ গানে রবিনা ও শিল্পা নাচ করেছেন। ১৯৯৪ সালের ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার জনপ্রিয় এই গানে শিল্পার সাথেই জুটি বেঁধে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে এই মঞ্চে অক্ষয় ব্রাত্য ছিলেন তাঁর বদলে আগুন ধরালেন অভিনেতার ফেভারিট এই দুই অভিনেত্রী। রবিনা তো স্টেজের মধ্যে বসে একসময় নাচতে শুরু করে দিলেন যা দেখে শিল্পা বেশ অবাক হয়ে গেছেন।
View this post on Instagram
কমলা রঙের শাড়িতে সেজেছিলেন শিল্পা ও ওপর দিকে কালো-গোল্ডেন রঙের শাড়িতে অপরূপা লাগছিলেন রবিনাকে। এখনও পর্যন্ত এই ভিডিও হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। নেটিজেনরা এই দুই অভিনেত্রী নাচে ডুবে গেছেন। অনেকেরই আফসোস স্টেজে অক্ষয় থাকলে এই পারফরমেন্স দ্বিগুন সুন্দর হয়ে উঠতো।