EntertainmentVideoViral Video

লজ্জার সীমা ছাড়িয়ে একদম ছোট পোশাকে ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মান্দানা, দেখে হাঁ পুরুষ ভক্তরা

Advertisement
Advertisements

অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) এখন দেশের মানুষের কাছে ‘জাতীয় ক্রাশ’। টলিউডের পরে এবার বলিউডেও পা রেখে ফেলেছেন নায়িকা। ‘গুড বাই’ (Good Bye) ও মিশন মজনু (Mission Majnu) দুটি সিনেমা পর পর রিলিজ করেছে। কোনো কপি নয় বরং নতুনত্ব গল্প নিয়েই তৈরী হয়েছে এই সিনেমা। এবার কার্যত এক ইভেন্টে সুপার সেক্সি ও হট লুকে উপস্থিত হলেন রশ্মিকা মন্দনা। যার পোশাক দেখে কার্যত সকলেই বেশ অবাক হয়ে গেছেন।

লজ্জার সীমা ছাড়িয়ে একদম ছোট পোশাকে ‘জাতীয় ক্রাশ' রশ্মিকা মান্দানা, দেখে হাঁ পুরুষ ভক্তরা

পরনে ছিল তার কালো রঙের অফ শোল্ডার ল্যাসি ড্রেস সাথেই পোশাকের সাথেই একটি দীর্ঘ ট্রেইল। এই পোশকের কারনে উরু সম্পূর্ণ স্পষ্ট। সাথেই মানানসয়ী লিপস্টিক, গালে ব্লাসিং, বাঁধা চুলে অপূর্ব লাগছিলো তাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় একের পর এক পোজ দিয়েছেন। তার হাসিতে যেন ১০০০ ভোল্ট ঝটকা লাগবে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

রশ্মিকা ফ্যাশনের দিকে সবসময়ই খুব সচেতন। হামেশাই তাঁর ফ্যাশনের জন্য নেটিজেনদের মন গলিয়ে দেন। তবে এবার এই পোশাকের জন্য কার্যত ব্যাপক ট্রোল হয়েছেন তিনি। কেউ বলেছেন -‘উরফি জাভেদের থেকে মনে হয় ফ্যাশনের টিপস নিচ্ছে’। তো অন্যজন লিখেছেন -‘আপনি এমনি সুন্দর বাকিদের মতো শরীর না দেখালেও চলবে’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

পরিচালক বিকাশ ভ্যাল -র ‘গুড বাই’ সিনেমায় রশ্মিকার সাথেই অভিনয় করেছেন অভিতাভ বচ্চন। এরপরে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করবেন রশ্মিকা। যার বিপরীতে থাকবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গারের এই সিনেমায় Anil Kapoor, Parineeti Chopra, and Bobby Deol -র মতো কলাকুশলীরা থাকবেন। বছরের শেষের দিকে এই সিনেমাটি রিলিজ করবে বলে জানা যাচ্ছে।