Entertainment

একদম ছোট পোশাকে উন্মুক্ত ফর্সা শরীর, ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকার ছবি দেখে ঘাম ঝরছে ভক্তদের

Advertisement
Advertisements

বোল্ড লুকে ফের একবার উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ‘পুষ্পা’ (Pushpa) সিনেমা করার পর থেকেই তার জনপ্রিয়তা বেড়েছে হুড়হুড়িয়ে। আর তাইতো তিনি হলেন ‛ন্যাশনাল ক্রাশ’। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে রশ্মিকা মন্দানা আর শুধুমাত্র দক্ষিণী অভিনেত্রীই নন। দক্ষিণী ছবিতে সাফল্যের পর ইতিমধ্যেই বলিউডেও পা রেখে ফেলেছেন অভিনেত্রী।

আর তাইতো বেড়েছে তার পারিশ্রমিকও। তবে, মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বলতে গেলে বিতর্ক যেন তার পিছু ছাড়েনা। আবার কখনও ছবি মুক্তিকে কেন্দ্র করে জায়গা করে নেন পেজ থ্রির পাতায়। এমনকি কিছুদিন আগে বলিউডের (Bollywood) প্রশংসা করে তিনি নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছিলেন।

তবে, বলিউডে পা রাখা মাত্রই তিনি খোদ বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে ‛গুডবাই’ (GoodBye) সিনেমায় কাজ করেছেন। যদিও সেই সিনেমা বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‛অ্যানিম্যাল'(Animal) নিয়ে। কিন্তু তারমাঝেও ভক্তদের কি করে খুশি রাখতে হয় তা বেশ ভালোই জানেন ‘পুষ্পা’ (Pushpa) খ্যাত নায়িকা।

এমনকি ভক্তারাও অপেক্ষা করে থাকেন তাকে দেখার। আর তাইতো কখনও চড়া মেকআপে আবার কখনও হালকা লুকে ছবি শেয়ার করে তাক লাগান অনুরাগীদের। সম্প্রতি রশ্মিকা (Rashmika Mandanna) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে এমন একটি ছবি শেয়ার করেছেন যা দেখে আপনি নতুন করে নায়িকার প্রেমে পড়তে বাধ্য হবেন। যেখানে তার পরণে রয়েছে হালকা রঙের শর্ট ড্রেস। পায়ের উপর পা তুলে পা ফ্লান্টিং করতে তাকে দেখা যাচ্ছে।

এমনকি তার হেয়ার স্টাইল ও মেকআপ সহ লুকের মধ্যে ফুটে উঠেছে তার চার্মিং স্বভাব। কানে পড়েছেন গোল্ডেন দুল ও হাতে আংটি। নিজের মতো পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করতেই প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) রশ্মিকার (Rashmika Mandanna) এই নয়া লুক।