Ranveer Singh: পরনে নেই এক টুকরো সুতো, সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ রনবীরের, উত্তাল সোশ্যাল মিডিয়া

Ranveer Singh Photoshoot: অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) সবসময় সাহসী। অভিনয় হোক কিংবা স্ত্রী দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সঙ্গে প্রেমালাপ সব কিছুতেই হিট তিনি। বলিউডের অভিনেতাদের মধ্যে তার ফ্যাশন সেন্স সম্পূর্ণ ভিন্ন স্বাদের। নতুনত্ব ও মাথা ঘোরানো পোশাকে তাকে হামেশাই দেখতে পাওয়া যায়। তবে এবার শরীরে পোশাক নয় বরং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ক্যামেরার সামনে ধরা দিলেন রণবীর সিং।
বিখ্যাত ‘পেপার’ ম্যাগাজিনের কভার পেজের জন্য এই স্পেশাল নগ্নতায় পূর্ণ পোজ দিয়েছেন নায়ক। কোনো ফটোতে দেখা গেল ঘরের মধ্যে মেঝেতে কার্পেটের উপর উপুড় করে শুয়ে থাকতে। আবার কোনো ফটোতে পা দুটো সামনে দিয়ে বসে আছে। কিন্তু বিভিন্ন পোজের মধ্যে দিয়েই তিনি খুব সুন্দর করে নিজের গোপনাঙ্গ ঢেকে দিয়েছেন। তার লুক ও টোনড বডি কার্যত মহিলাদের রাতের ঘুম উড়াবে।
ইতিমধ্যেই এই ফটো নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে নেটিজেন মহলে। কেউ বলছে ব্যাপক সাহসীকতার সাথেই এই কাজ করেছে সে। তো কেউ আবার এমন শুট সমর্থন করেননি। তবে ২০১৭ সালেও রনবীর সিং ন্যুড শুট করেছিলেন। তাকে সিনেমা ও শুটের মধ্যে বহুবার শরীরে শুধুমাত্র ‘ব্রিফ’ পরে দেখা গেছে। তবে রণবীর তার ফটোগ্রাফারকে জানিয়েছেন, ‘আমার উলঙ্গ হতে কোনো সমস্যা নেই। কাজের জন্য আমি সব কিছু করতে পারি। আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করিয়েছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে।’