শট ড্রেসে প্রভাসের সাথে তুমুল নাচলেন রণবীর সিং, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
শেষে কিনা জেন্ডার চেঞ্জ করে নিলেন রনবীর সিং। এতদিন তিনি নেটিজেন দের কাছে ট্রোল হয়েছেন মেয়েদের মত পোশাক পরার জন্য। কিন্তু এইবার কি করলেন মেয়েদের পোশাকের সাথে সাথে কি তাহলে নিজেকে স্ত্রী লিঙ্গই পরিবর্তিত করলেন! বিষয়টা ঠিক তা নয়। দীপিকার স্বামী মেয়েদের মত পোশাক হয়তো পরেন তবে নিজেকে মেয়ে রূপেই পরিবর্তন করে নেবেন এতটাও মেয়েলি তিনি নন।
ছেলে থেকে মেয়ে আবার মেয়ে থেকে ছেলে হয়ে যাচ্ছে নিমেষেই। না, ট্রান্সজেন্ডার দের কথা বলছি না। এর জন্য আপনাকে জেন্ডার চেঞ্জ করতে হবে না। সহজেই চুটকিতেই আপনি হয়ে যেতে পারবেন ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে।
ফোন টা হতে নিয়ে একটু বদমাইশি করলেই হলো। এমনই বদমাইশি করা হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকার স্বামীর সাথে। বাহুবলী সিনেমার সেই রোমান্টিক গান পানছি বোলে এর কথা নিশ্চয় মনে আছে। সেই সিনেমায় এবং গানটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যায় তামান্না ভাট কে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাহুবলী সিনেমার ওই রোমান্টিক গানের একটু দৃশ্য। আর সেই দৃশ্যে প্রভাসের বিপরীতে তামান্নার পরিবর্তে দেখা যাচ্ছে রণবীর সিংকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি। রণবীর সিংকে ট্রোল করেই বানানো হয়েছে ভিডিওটি। দেখে মনে হচ্ছে reface app দিয়ে ভিডিওটিতে তামান্নার বডিতে রণবীর সিংয়ের মুখ জুড়ে দেওয়া হয়েছে।