রামলীলার শুটিংয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ঘনিষ্ঠ চুমুতে মত্ত রনবীর-দীপিকা! ডিরেক্টর ‘কাট’ বলেও থামাতে পারেনি

বলিউডের (Bollywood) জনপ্রিয় প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রী হলেন রণবীর ও দীপিকা (Ranveer-Deepika)। রিল লাইফের পাশাপাশি তারা রিয়েল লাইফের জুটিও বটে। তাদের ফ্যান-ফলোয়ার্স সংখ্যা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। তাদের রসায়ন রীতিমতো ঝড় তোলে নেটমহলে। তবে, জানেন কি একটা সময় ‛গোলিয়া কি রাসলীলা-রামলীলা’ ছবির সেটে উষ্ণ চুম্বনে মেতেছিলেন এই তারকা জুটি।
কমবেশি সকলেই জানেন নিশ্চই যে, এই ছবির সেট থেকেই রণবীর ও দীপিকা (Ranveer-Deepika) একে অপরের প্রেমে পড়েন। যার পরিণতি হয় বিয়ে। আর ছবির শ্যুটিং চলাকালীন এমন একটি ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে তোলে। আর সেই বিষয়টি নিয়ে রণবীর নিজেই এক সাক্ষাৎকারে মুখ খোলেন। ফাঁস করেন গোপন তথ্য। মূলত চুম্বনের দৃশ্য হলে তারকারা অভিনয় করেই থাকেন। কিন্তু এক্ষেত্রে ঘটে ব্যতিক্রম।
রণবীর ও দীপিকা (Ranveer-Deepika) কেউই অভিনয় নয় বরং লিপ্ত হয়েছিলেন গভীর চুম্বনে। কিছুতেই যেন চুম্বন থামছিল না তাদের। এরপর ছবির সেটে একটি ইট পড়ে। আর ঠিক তখনই তাদের হুঁশ ফেরে। তারা পরস্পরকে ছেড়ে দেন। এই বিষয়টি নিয়ে রণবীর সবিস্তারে বলেছেন যে, কিছু দৃশ্য এমন হয় যেগুলো হয়ে যাওয়ার পর কাট বলা হলেও সেই দৃশ্য থেকে বেরোনো যায়না। আমরা সেখানে এতটাই ঢুকে পড়ি যে কাট বললে বিরক্ত বোধ করি।
রণবীর (Ranveer Singh) স্পষ্টই জানান যে, তাদের চুম্বনের দৃশ্যটিও তেমন একটি দৃশ্য ছিল। অভিনেতা একেবারে খোলামেলা ভাবেই স্বীকার করেন যে, তারা কোনোভাবেই অভিনয় করেছিলেন না। বরং তারা মন দিয়ে একে অপরকে চুমু খাচ্ছিলেন। তারা কেবলমাত্র একে অপরের মধ্যে ডুব দিয়েছিলেন। একটাসময় বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এখন সব থিতিয়ে গেছে।