Ranu Mondal: চওড়া মেকআপে একদম যেন যুবতী! সোশ্যালে তুমুল ভাইরাল রানু মন্ডলের এই ছবি

রানাঘাট স্টেশন থেকে গায়িকা হয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal)। এখন আর মঞ্চে কিংবা ষ্টুডিওতে গান গাইতে দেখা যায় না। ভাঙা বাড়িতে একা থাকেন আর অনেক কষ্টে পেট চালান। আসলে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর প্রতিদিন তার বাড়িতে যান বিভিন্ন ভিডিও তৈরী করার জন্য। তিনি তাদের সাথে মেতে উঠে ভিডিও তৈরী করেন। আর সেখান থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু সাধারণ মানুষও তাকে নিয়ে ইয়ার্কি করতে বাদ সাধে না।
সম্প্রতি ভাইরাল হয়েছে তার মেকআপ করা একটি ফটো। সাদা রঙের ঘাগরা, মুখে এমনভাবে মেকআপ করেছে যা দেখে মনে হচ্ছে বয়স অনেকটা কমে গেছে তার। সাথেই অনেক গয়না পরেছেন রানু মন্ডল! কিন্তু ব্যাপারটি আসলে তেমন না। রানু মন্ডলের নামে ফেক পেজ তৈরী করা হয়েছে। যেখান থেকে এই ধরণের ফটো গুলি ছড়িয়ে দেওয়া হয়। আর রানু মন্ডলকে নিয়ে তৈরী হয় বিতর্ক।
অযথা রাণুর ফেক ছবি তৈরি করে তাঁকে বিব্রত করা অত্যন্ত নিন্দনীয়। যাকে নিয়ে তৈরী করা হয় এই ধরণের ফটো বা ভিডিও সে নিজেও জানে না। এমনি রানু মন্ডল সহজ ও সরল একটি মানুষ। সে যতই উৎপাটাং কাজ কর্ম করুক সাধারণ মানুষের কখনোই উচিত নয় একজনের এই ধরণের ভুল জিনিস ছড়িয়ে দেওয়া। সেই কারণেই আমাদের প্রতিবেদন ও আমাদের হাজার হাজার পাঠকরা কোনোমতেই এই ধরণের ভুয়ো কাজ সমর্থন করে না।