×
Entertainment

রানাঘাট স্টেশনের ভিখারী থেকে বলিউডের গায়িকা, আসছে রানু মণ্ডলের বায়োপিক, প্রকাশ্যে ছবির ফার্স্টলুক

সমাজসেবী অতীন্দ্র রায় নিজের দায়িত্বে রানু মন্ডলের গানের ভিডিও প্রথমবারের জন্য সবার সামনে এনেছিলেন। তারপরে মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সুরে গান রেকর্ডিং, স্টেজ শো সবশেষে আবার পুরোনো জীবনে ফেরত। রানু মন্ডল (Ranu Mondal) যে নিজের জন্যই আবার আগের অবস্থায় ফিরে এসেছে সে সম্পর্কে সবাই সবগত। তবে এবার তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। পরিচালক হৃষিকেশ মণ্ডল, রানু মন্ডলের বায়োপিক তৈরী করছেন। যার নাম ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ (Ek Pyar Ka Nagma Hai)।

রানাঘাট স্টেশনের ভিখারী থেকে বলিউডের গায়িকা, আসছে রানু মণ্ডলের বায়োপিক, প্রকাশ্যে ছবির ফার্স্টলুক -

মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে (Ishika Dey)-কে। রানু মণ্ডলের যৌবন, জীবনে আসা নানা ওঠা-পড়ার গল্প, কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন এসব কিছুই থাকবে সেই ছবির মূল বিষয়বস্তু হিসাবে। ইতিমধ্যেই ছবির প্রথম পোস্টার সামনে এসেছে যা দর্শকদের ভালো লেগেছে।

 

View this post on Instagram

 

A post shared by Eshika Dey (@deyeshika)

ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন সিধু, সুরজিৎ চট্টোপাধ্যায়, নীলাকাশ রায় এবং সন্দীপ কর। ছবির নাম প্রথমে ঠিক হয়েছিল ‘মিস রানু মারিয়া’। তবে পরবর্তীতে ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ নামটি ঠিক হয়। তবে ঠিক কবে রিলিজ হবে সিনেমাটি তা যদিও এখনও জানা যায়নি। নেটিজেনদের একাংশ আবারো ট্রোল করছেন রানু মন্ডলকে। একটা গান গেয়েই বায়োপিক তৈরী হয়ে গেল এমন ধরণের বক্তব্য উঠছে তার বিরুদ্ধে।

এখন ইউটিউবারদের ভিড় লেগেই থাকে রানু মন্ডলের বাড়িতে। কোনোরকম চেয়েচিন্তে তার সংসার চলে। তার মধ্যে এই বায়োপিক নিশ্চয়ই একটা আলাদা লাইমলাইট এনে দেবে। সাথে নিশ্চয়ই আর্থিক সংস্থানও হবে যা রানু মন্ডলের জন্য সুবিধাকর। সব মিলিয়ে এখন তার বায়োপিক রিলিজের দিকে কৌতূহল থাকবেই নেটিজেনদের।