Ranu Mondal: পরনে নাইটি চোখে চশমা, খালি গলায় দুর্দান্ত গান গেয়ে ফের ভাইরাল রানু মন্ডল, দেখুন ভিডিও

Ranu Mondal: শেষমেশ তাহলে রানু মন্ডল (Ranu Mondal) গান গাইলেন। পর পর কয়েকদিন কার্যত তার কাজে সহ্যর সীমা ছাড়িয়ে গিয়েছিলো নেটিজেনদের। তবে আবার চেনা মাঠে তাকে ব্যাটিং করতে দেখে বেশ উৎসাহিত নেটিজেনরা। পরনে তার ঘরোয়া নাইটি, চোখে রঙিন চশমা পরে দুর্দান্ত গান গাইলেন তিনি। আসলে তার বাড়িতে সবসময় এখন ইউটিউবারদের ভীড় লেগেই থাকে। তারা রানু মন্ডল নামক মানুষটিকে নিয়ে ভিডিও তৈরী করে ভালোই ব্যবসা করছে। এমনটা অনেকেই বলে থাকেন।
কিন্তু এবার অর্পণ রায় নামের এক ইউটিউবারের আবদার মেটালেন রানু মন্ডল। তাকে গান গাইতে বলেন অর্পণ। সাথে সাথেই তিনি একদম গান করার জন্য তৈরী হয়ে গেলেন। সাথে সাথেই গান ধরলেন ‘গোরি তেরা গাঁও বাড়া পেয়ারা’। দারুন ভাবেই গানটি গাইলেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। সাথেই অর্পণ বলে আরও একটি গান করতে। তখনই সে আরও একটা গান ধরলেন ‘কাই দিন সে মুঝে কই সপ্না’।
পর পর দুটো গান রেওয়াজ ও প্রতিদিন প্র্যাক্টিস না করার পরেও দুর্দান্ত করলেন তিনি। যার প্রশংসা করেছেন নেটিজেনরা নিজেও। ভিডিওটি কার্যত এখন ব্যাপক ছেয়ে গেছে দর্শক মহলে। তবে এটুকুই নয় ভিডিওটি যে হাজার হাজার ভিউস নিয়ে আসবে অনায়েসেই তা বোঝা যাচ্ছে। আপনারাও দেখুন রানু মন্ডলের এই দুর্দান্ত পারফরমেন্স আর কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না যেন।