পরনে বিয়ের সাজ, হ্যান্ডসাম যুবকের গলা জড়িয়ে রোমান্টিক মুডে রানাঘাটের রানু মন্ডল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

রানু মন্ডল (Ranu Mondal) কি এই বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে? ভাবছেন নিশ্চয়ই হঠাৎ কেন আবার এসব কথা বলছি। আরে তাকে তো এবার দেখা গেল বাঙালি বৌয়ের সাজে। হ্যাঁ শুধু তাই নয় হাঁটুর বয়সী একটা ছেলের সাথে গলা জড়িয়ে পোজ দিচ্ছেন দুর্দান্ত। আদি নামের এক যুবক যার ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে। ‘Adi Creation’ নামের চ্যানেল থেকেই সেই ছেলেটি ইউটিউবে ভিডিও তৈরী করে। এবার সেই ইউটিউবারের সাহায্যে রানু মন্ডল হয়ে উঠলো নব বধূ।
ভিডিওতে দেখা গেল ছেলেটি প্রথমে রানু মন্ডলকে সাজিয়ে দিচ্ছে। চোখে ও মুখে সুন্দর মেকআপ করে দিচ্ছে। আর চুপ করে বসে আছে রানু মন্ডল। শুধু বসেই নেই মাঝেই নিজের গলায় গান ও ধরলেন। ‘তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে’ গানটি খুব সুন্দরভাবে গেয়ে শোনালেন রানু মন্ডল। সাজ শেষে যখন সেই যুবক রানুদিকে জিজ্ঞেস করেন তার সেজে কেমন লাগলো? তখন রানুদি বলে তোমার সাজাতে ভালো লাগে তাই সাজিয়েছো, আমি কি সাজাতে বলেছি নাকি?’ তাই সে কোনো উত্তর ও দেয় না। টুকটুকে লাল বেনারসি ও ওড়নায় রানু মন্ডলকে দেখতে খুব ভালো লাগছিলো।
এর পরে সেই যুবকের কাঁধ জড়িয়ে বেশ কিছু ছবি ও তোলেন তিনি। ৭ মাস আগে আপলোড করা এই ভিডিও বর্তমানে ১০ হাজার ভিউস ছাড়িয়ে গেছে। কেউ কমেন্ট লিখেছেন -‘দারুন’ তো কেউ বলেছে ‘বেশ সুন্দর লাগছে’। আসলে রানু মন্ডলের ছোট থেকে ইচ্ছে ছিল নতুন কনের সাজে সাজবার। এবার সেই ইচ্ছাই এই যুবক পূরণ করেছে। তাই নিজে হাতে তাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে। আপনিও দেখে জানান কেমন লাগলো আপনাদের তার এই নতুন লুক।