মেকাপ করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করছেন রানু মণ্ডল, ভাইরাল বিউটি পার্লারের ভিডিও
তার সুমধুর কন্ঠস্বর তাকে রাতারাতি রানাঘাট স্টেশন থেকে পৌঁছে দিয়েছিল মুম্বাইতে। রানাঘাটের রানু মন্ডল রাতারাতি হয়ে গিয়েছিল সিংগিং সেনসেশন। সেখানে হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে বেশ কয়েকটি গান গেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের ফেরে এবং নিজের অহংকারী স্বভাবের জেরে তাকে বর্তমানে ফিরে আসতে হয়েছে রানাঘাটে।
কিন্তু, আবারও তিনি হিন্দি সিনেমায় গান গাইতে চলেছেন বলে খবর পাওয়া গিয়েছে। আর সেই কারণেই ফের লাইম লাইটে আসতে চলেছে রানাঘাটের রানু মন্ডল। এবার ধীরাজ মিশ্রর সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, ধীরাজ মিশ্রর প্রথম রোমান্টিক ছবি সীতামগর এবং দেশাত্মবোধক সিনেমা সরোজিনিতে গান গাইবেন রানু মন্ডল। তবে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে দেখা যাচ্ছে বিউটি পার্লারে গিয়ে তাঁর ত্বকের পরিচর্যা করছেন।
বিউটিশিয়ানরা সযত্নে তাঁর ত্বকের পরিচর্যা করছেন। মেকাপের মাধ্যমে তার সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করছেন তারা। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।