সুন্দরী তরুণীর সঙ্গে জনপ্রিয় বাংলা গানে উদ্দাম নাচ রানু মন্ডলের, ‘দুটো পাগলি একসাথে’, কটাক্ষ নেটিজেনের

রানাঘাট স্টেশন থেকে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল(Ranu Mondal)। গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করলেও মানুষ তাকে সঠিকভাবে গ্রহণ করেননি। যে কারনে তাকে আর কোনো স্টেজ শো বা কোনো গানের রেকর্ডিং স্টুডিওতে দেখা যায়নি। এখন শুধু ফেসবুক কিংবা ইউটিউবের ভিডিওতে তাকে দেখা যায়। এখন বেশিরভাগ দিন হাঁটুর বয়সী ছেলে মেয়েদের সাথে উৎপাটাং কাজে যুক্ত হতে দেখা যায় রানাঘাটের রানু মন্ডলকে।
আসলে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর প্রতিদিন তার বাড়িতে যান ভিডিও তৈরী করার জন্য। তিনি তাদের সাথে মেতে উঠে ভিডিও তৈরী করেন। এরমই টিয়া বিশ্বাস নামের এক কনটেন্ট ক্রিয়েটর যুবতী উপস্থিত হয়েছিলেন রানু মন্ডলের বাড়িতে। আর তার সাথে মিলে বিখ্যাত ‘বলিদান’ সিনেমার ‘একে একে দুই’ গানে রিল ভিডিও বানিয়েছেন দুজনে।
রানু মন্ডলের পরনে নাইটি যা কার্যত তিনি গুটিয়ে রেখেছেন হাঁটু পর্যন্ত। সাথেই গরম জামা গায়ে চাপিয়েছেন। তবে অবাক করবে গলায় দুটো রজনীগন্ধার মালা পরেছে সে। গান শুরু হতেই যুবতী নাচতে শুরু করলেন আর তার সাথেই নাচ শুরু করলেন রানু মন্ডল। বলাই বাহুল্য এটা একটুও নাচ মনে হয়নি দর্শকদের।
‘Raj Tiya Biswas’ নামের তাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৫.৩ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। তবে নেটিজেনরা রানু মন্ডলের তীব্র নিন্দা করেছে। কেউ লিখেছেন -‘দুই পাগলী একসাথে’ তো দ্বিতীয়জন লিখেছেন -‘যেন মনে হচ্ছে দুটি রানু মন্ডল একসাথে’। আবার কিছু মানুষ এদের প্রশংসাও করেছেন বেশ।
ভিডিও দেখতে নিচে দেওয়া লিঙ্ক দেখুন-
https://www.facebook.com/reel/925056602210496?mibextid=6AJuK9&s=chYV2B&fs=e